This Article is From Dec 24, 2019

বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা পর্যালোচনায় উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল

তিনি অভিযোগ করেছেন, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা খাটো করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

তিনি অভিযোগ করেছেন, শিক্ষাক্ষেত্রে নীতিপঙ্গুত্ব চলছে। (ফাইল)

কলকাতা:

রাজ্য বিশ্ববিদ্যালয় গুলিতে 'ভয়ঙ্কর অবস্থা'। এই বিষয়ে পর্যালোচনা করতে আগামী ১৩ জানুয়ারি বৈঠক ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সব  রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষা সচিবকে সেই বৈঠকে থাকতে নির্দেশ দিলেন তিনি। মঙ্গলবার এ কথা জানান খোদ রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি আরও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলির পরিস্থিতি পর্যালোচনা করতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে ইচ্ছুক।  
এদিন সংবাদিকদের তিনি বলেন, "রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা ভয়ঙ্কর। আমি আগামী ১৩ জানুয়ারি সব উপাচার্য আর শিক্ষাসচিবের সঙ্গে একটা পর্যালোচনা বৈঠক ডেকেছি।" তিনি অভিযোগ করেছেন, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা খাটো করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। শিক্ষা ক্ষেত্রে নীতি পঙ্গুত্ব চলছে। রাজ্য সরকারের অধীনে বিশ্ববিদ্যালয়গুলোকে বন্দি করে রাখা হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। এদিন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তনে আচার্য হিসেবে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সোমবার কোর্ট বৈঠকে সভাপতিত্ব করতে বিশ্ববিদ্যালয়ে ধুলেই তাঁকে ঘিরে কালো পতাকা দেখানো শুরু করেন পড়ুয়ারা। ওঠে গো ব্যাক স্লোগান। সেই ঘটনা পরপম্পরা আদতে  নৈরাজ্যের ফল বলে অভিযোগ করেন রাজ্যপাল। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement