This Article is From Nov 06, 2019

রাজ্য সরকারের সঙ্গে আমার কোনও লড়াই নেই: রাজ্যপাল জগদীপ ধনখড়

তিনি জানিয়ে দিলেন, রাজ্য সরকারের সঙ্গে তিনি কোনও লড়াই করতে আসেননি। তাঁর লক্ষ্য রাজ্যের জনগণের সেবা করা।

রাজ্য সরকারের সঙ্গে আমার কোনও লড়াই নেই: রাজ্যপাল জগদীপ ধনখড়

বারবার রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে সম্প্রতি বারবার সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল (West Bengal Governor)। তিনি জানিয়ে দিলেন, রাজ্য সরকারের সঙ্গে তিনি কোনও লড়াই করতে আসেননি। তাঁর লক্ষ্য রাজ্যের জনগণের সেবা করা। তিনি এও দাবি করলেন, এই রাজ্যে বিশ্ববিদ্যালয়কে সেভাবে চলতে দেওয়া হচ্ছে না , যেভাবে সেগুলির চলা উচিত। এমসিসিআইয়ের এক ‘এডুকেশন ফোরাম'-এ এসেছিলে জগদীপ ধনখড়। তখনই তিনি এই কথা জানান। তিনি বলেন, ‘‘দেখুন, রাজ্য সরকারের সঙ্গে আমার কোনও লড়াই নেই। আমি এখানে এসেছি রাজ্যের জনগণের সেবা করতে।'' তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলির ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি এমন কিছু দেখেছেন যা সংবাদপত্রের শিরোনাম হতে পারে।

"আধিকারিকদের শাস্তি দেওয়ার সময় এসে গেছে": খড় পোড়ানোয় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট

তিনি বলেন, ‘‘আমি যদি সেগুলি আপনাদের বলতে শুরু করি, এটা পরের দিনের খবরের কাগজের শিরোনাম হয়ে যাবে। চ্যান্সেলর হিসেবে আমি দেখতে পাচ্ছি, আমরা বিশ্ববিদ্যালয়গুলিকে সেভাবে চলতে দিচ্ছি না, যেভাবে এগুলির চলা উচিত।''

তিনি প্রশ্ন তোলেন, কে বেশি ক্ষমতাবান, রাজ্য না চ্যান্সেলর?

রাজ্যপাল বলছেন, ‘‘আমি দেখলাম উভয়ের ভূমিকাই সামান্য। তাহলে এক্ষেত্রে আমাদের সহযোগিতাপূর্ণ ভাবে এগোনো উচিত। কে বেশি ক্ষমকতাবান, তা নিয়ে প্রতিযোগিতা করার নেই।''

কাশ্মীর ফেরৎ শ্রমিকদের ৫০ হাজার টাকা সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনি জানাচ্ছেন, রাজ্যপালদের ৫০তম সম্মেলন শীঘ্রই হওয়ার কথা। তিনি বলেন, ‘‘আমি রাজ্য সরকারের কাছে লিখিত ভাবে জানতে চেয়েছি তারা যদি কোনও ইস্যু তুলতে চায় আমি আনন্দের সঙ্গে সেটা সম্মেলনে তুলব।''

প্রসঙ্গত, ২০১৮ সালে নয়াদিল্লিতে রাজ্যপালদের ৪৯তম সম্মেলন হয়েছিল।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আসার পর রাজ্য সরকারের সঙ্গে একাধিক বিষয়ে মতানৈক্য হয়েছে রাজ্যপালের। গত ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়র নিগ্রহের সময় তিনি ছুটে যান সাংসদকে বাঁচাতে। তা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল।

পরবর্তী সময়ে দুর্গাপুজো কার্নিভ্যালে তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ জানান রাজ্যপাল জগদীপ ধনখড়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.