This Article is From Dec 25, 2019

বৈঠকে গিয়ে যাদবপুরে কালো পতাকা দেখলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

অনুষ্ঠানে রাজ্যপাল তথা সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত থেকে ডি.লিট্ ও ডি.এসসি ডিগ্রি পাওয়ার কথা ছিল কয়েকজন প্রতিষ্ঠিত মানুষের

বৈঠকে গিয়ে যাদবপুরে কালো পতাকা দেখলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে কোর্ট মিটিংয়ের সভাপতিত্ব করতে বিশ্ববিদ্যালয় গিয়ে বিক্ষোভের মুখে পরে তিনি (ফাইল)

কলকাতা:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে কালো পতাকা দেখালেন পড়ুয়ারা। সোমবার সেই বিশ্ববিদ্যালয়ের আচার্য  হিসেবে কোর্ট মিটিংয়ের সভাপতিত্ব করতে বিশ্ববিদ্যালয় গিয়ে বিক্ষোভের মুখে পরে তিনি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাঁর গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগানও তোলেন। এই বিক্ষোভের জেরে প্রায় ৪৫ মিনিট বিশ্ববিদ্যালয় চত্বরে আটকে ছিলেন তিনি। তারপর নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপদে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত এক নম্বর  কমিটি রুমে  পৌঁছে দেন।  এর আগে রাজ্যপালের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বয়কটের ডাক দেন পড়ুয়ারা। ২৪ ডিসেম্বর নির্ধারিত সেই অনুষ্ঠানে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত থেকে ডি.লিট্ ও ডি.এসসি ডিগ্রি পাওয়ার কথা ছিল কয়েকজন প্রতিষ্ঠিত মানুষের। যদিও সেই অনুষ্ঠান বাতিল করে একটা সাধারণ সমাবর্তনেই কথা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

যে অনুষ্ঠানে পড়ুয়াদের শুধু ডিগ্রি ও শংসাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিকে এদিনের বিক্ষোভ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের দাবি, "অযথা বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে নাক গলাচ্ছেন রাজ্যপাল।" এদিনের অনুষ্ঠানের কথা টুইট করে জানিয়েছিলেন রাজ্যপাল। তিনি লিখেছিলেন, "আচার্য হিসেবে নবম কোর্টরুমের দশম বৈঠকে সভাপতিত্ব করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাব। সোমবার দুপুর ২ টোয় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর কমিটি রুমে হবে এই বৈঠক"।

এদিনের বিক্ষোভ প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া দেন নি রাজ্যপাল। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘন্টাখানেক বিশ্ববিদ্যালয় চত্বরে ঘেরাও করে খবরে এসেছিল যাদবপুর। দীর্ঘ বাদানুবাদের পর সেবার রাজ্যপাল গিয়ে "উদ্ধার" করেছিলেন বাবুল সুপ্রিয়কে বলে বিজেপির অভিযোগ। সেই আঁচে উত্তাপ  বেড়েছিল বঙ্গ রাজনীতির। তারপর এদিন রাজ্যপালকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দিয়ে ফের বিতর্কে সে রাজ্যের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয় বলে মত শিক্ষাবিদদের।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.