বায়ু দূষণ এড়াতে ১৫ বছরের পুরনো যানবাহন নিষিদ্ধ ঘোষণা করবে রাজ্য সরকার
কলকাতা: শহর কলকাতায় ক্রমশই বাড়ছে দূষণ। তিলোত্তমার বায়ুদূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য তাই এবার বিশেষ প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার (West Bengal govt)। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১৫ বছরের পুরানো বাণিজ্যিক যানবাহনের (15-yr-old commercial vehicles) নিবন্ধীকরণ নম্বর অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বরগুলি চিহ্নিত করে সেই গাড়িগুলিকে চলাচলের অনুপোযুক্ত বলে ঘোষণা করা হবে। রাজ্য সচিবালয়ে মুখ্য সচিব রাজীব সিনহার সভাপতিত্বে হওয়া এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল কংগ্রেস সরকার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) নির্দেশের সঙ্গে মিল রেখেই এই সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নিয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে পুরনো যানবাহনকে নিষিদ্ধ ঘোষণা করার মতো সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বৈঠকটিতে বর্জ্য পোড়ানোর বিষয়েও কঠোর নজরদারি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষেত্রেও একমত হয়েছেন তাঁরা বলে জানিয়েছে রাজ্য সচিবালয়ের একটি সূত্র। এছাড়াও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (ডাব্লুবিপিসিবি) শব্দ এবং বায়ু দূষণ (air pollution) কমাতে নিয়ম না মেনে আতশবাজি মজুদ করার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেবে বলে জানা গেছে।
সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে বদ্ধ পরিকর, গ্রিন ট্রাইব্যুনালের জরিমানা প্রসঙ্গে দাবি ববির
ওই সূত্রটি জানিয়েছে, "বৈঠকে সবুজায়নের প্রতি জোর দেওয়া হয়েছে এবং অকারণে গাছপালা কেটে ফেললে জরিমানা করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্যে আলাদা করে পার্কিংয়ের জায়গা তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে যাতে কেউ রাস্তায় তাঁদের গাড়ি পার্কিং না করেন" । বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে ৩১ ডিসেম্বরের মধ্যে পুরনো "উনুন"-এর ব্যবহার বন্ধ করে কম-নিঃসরণ যোগ্য বৈদ্যুতিক বা পরিষ্কার জ্বালানি ওভেনের ব্যবহার শুরু করার দিকেও জোর দেওয়া হবে। পাশাপাশি "রাজ্য সরকার বৈদ্যুতিক যানবাহন আরও বেশি করে ব্যবহার করার জন্য রাজ্যবাসীকে উৎসাহিত করবে", জানিয়েছে সূত্র ।
দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকার, জরিমানা হল ৫ কোটি টাকার
সূত্র মতে ওই বৈঠকে শহর কলকাতা সহ গোটা রাজ্যকে দূষণের হাত থেকে বাঁচাতে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী, "এখন থেকে, ১৫ বছরের পুরনো যে কোনও বাণিজ্যিক যান নিষিদ্ধ হয়ে যাবে। এইরকম গাড়ির লাইসেন্স কোনওমতেই পুনর্নবীকরণ করা যাবে না, কোনও দূষণ-আন্ডার-কন্ট্রোল (পিইউসি) সার্টিফিকেট দেওয়া হবে না এবং ফিটনেসের কোনও শংসাপত্রও (সিএফ) দেওয়া হবে না "।
দেখুন ১৮.১০.২০১৯-এর সেরা খবর:
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)