This Article is From Jun 03, 2018

আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ পশ্চিমবঙ্গ: অমিত শাহ

বিজেপি সভাপতি অমিত শাহ আজ তীব্র আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের দলের আরেকজন কর্মীকে হত্যার ঘটনা অভিযোগ নিয়ে বলতে গিয়ে অমিত শাহ ক্ষোভ উগরে দেন।

আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ পশ্চিমবঙ্গ: অমিত শাহ

মৃতের পরিবারের উদ্দেশ্যে গভীর শোকজ্ঞাপন করেছেন অমিত শাহ

নিউ দিল্লী: বিজেপি সভাপতি অমিত শাহ আজ তীব্র আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের দলের আরেকজন কর্মীকে হত্যার ঘটনা অভিযোগ নিয়ে বলতে গিয়ে অমিত শাহ ক্ষোভ উগরে দেন। বলেন, মমতা বন্দোপাধ্যায়ের সরকার রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

“পশ্চিমবঙ্গের বলরামপুরে ফের আরেকজন বিজেপি কর্মীর হত্যার ঘটনা জানার পর অত্যন্ত মর্মাহত হয়েছি। বাংলার মতো স্থানের মাটিতে এই ক্রমাগত নৃশংসতা এবং হিংসার ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও অমানবিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে”। একটি টুইট করে বলেন তিনি।

 পুরুলিয়াতে আবার একজনের ঝুলন্ত দেহ পাওয়া গেল, বিজেপি জানাল মৃত ব্যক্তি তাদের কর্মীপুরুলিয়াতে আবার একজনের ঝুলন্ত দেহ পাওয়া গেল, বিজেপি জানাল মৃত ব্যক্তি তাদের কর্মী

“আমি এই ঘটনায় মৃতের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি। শুধু আমিই নয়, আমার সঙ্গে আরও লক্ষ লক্ষ বিজেপি কর্মীও দুলাল কর্মকারের পরিবারের সঙ্গে এই দুঃখ ভাগ করে নিচ্ছি। ঈশ্বর এই অপূরণীয় ক্ষতির পর পরিবারটিকে অনেকটা বেঁচে থাকার শক্তি দেবেন বলে আশা করি”। বলেন তিনি।

বিজেপির আরেক কর্মী ত্রিলোচন মাহাতো (20)-র মৃত্যুর দিন দুয়েক বাদেই এই ঘটনা ঘটে। গত 30 মে এই বলরামপুরেই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ত্রিলোচন মাহাতোর দেহ উদ্ধার করা হয়েছিল। তাঁকে হত্যা করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরূদ্ধে। যদিও, তৃণমূল এই অভিযোগ সর্বতোভাবে অস্বীকার করেছে।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.