This Article is From May 27, 2019

Uccha Madhyamik 2019; প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, রাজ্যে পাসের হার ৮৬.২৯%, যুগ্ম প্রথম জেলা থেকেই

এ বছর উচ্চমাধ্যমিকে রাজ্যে পাসের হার ৮৬.২৯%।পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলাফল জানতে চোখ রাখতে হবে wbchse.nic.in, wbresults.nic.in ওয়েবসাইটে।

Uccha Madhyamik 2019; প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, রাজ্যে পাসের হার ৮৬.২৯%, যুগ্ম প্রথম জেলা থেকেই
কলকাতা:

আজ ২৭ মে প্রকাশিত হ'ল এ বছরের উচ্চ মাধ্যমিক (Uccha Madhyamik) পরীক্ষার ফলাফল (West Bengal HS Board Examination)। সকাল ১০.৩০ টা থেকে পরীক্ষার্থীরা নিজের ফলাফল (Class 12 Result) জানতে পারবেন৷ আজ বিদ্যাসাগর ভবনে রবীন্দ্র মিলন মঞ্চে সকাল ১০ টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভাপতি মহুয়া দাস৷ এই রাজ্যে এবার৭.৭৭.২৬৬ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক (Uccha Madhyamik) পরীক্ষা দিয়েছেন ৷ ১৩ মার্চ ছিল উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা৷ পরীক্ষা শেষের ৭৪ দিনের মাথায় এবার ফলাফল ঘোষণা করল সংসদ৷ ভোটের পর্ব মিটতেই রাজ্যের পড়ুয়াদের একের পর এক পরীক্ষার ফলপ্রকাশ শুরু হয়েছে। ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হয়। 

Uccha Madhyamik-এর ফলপ্রকাশ কেবল সময়ের অপেক্ষা; কীভাবে এসএমএস করে জানবেন ফল?

এ বছর উচ্চমাধ্যমিকে রাজ্যে পাসের হার ৮৬.২৯%। গতবারের পাসের হার ছিল ৮৩.৭৫। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ৬.২৬% বেশি। ছাত্রদের পাশের হার  ৮৭.৪৪ %, ছাত্রীদের পাশের হার ৮৫.৩০ %। পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং জেলায় পাসের হার ৯০% এর বেশি। সংসদের ইতিহাসে প্রথম ১৩৭ জন কৃতী রয়েছেন প্রথম ১০'এ।

সম্ভাব্য যুগ্ম প্রথম বিজ্ঞান বিভাগের শোভন মন্ডল, প্রাপ্ত নম্বর ৪৯৮ (৯৯.৬%) ও রাজর্ষি বর্মন। ৪৬৯ নম্বর (৯৯.২%) পেয়ে বিজ্ঞান বিভাগ থেকেই সম্ভাব্য দ্বিতীয় সংযুক্তা বসু, তন্ময় মাইকাপ, স্বর্ণদীপ সাহা, ঋতম নাথ, মহম্মদ মাসুম আখতার, ও অনাতাপ মিত্র। সম্ভাব্য তৃতীয়, বর্ণালী ঘোষ, সুক্রিয় চক্রবর্তী, মৃণ্ময় মণ্ডল ও সুপ্রিয় শীল। প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ হয়েছেন রাকেশ দে, কলা বিভাগের ছাত্র।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, স্কুলজীবনের এই শেষ পরীক্ষার ফলাফল জানতে চোখ রাখতে হবে wbchse.nic.inwbresults.nic.in ওয়েবসাইটে। এবছর পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। এই বছর ৮ লক্ষেরও বেশি শিক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন।

.