প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক পরীক্ষার ফল
নিউ দিল্লি: পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা পর্ষদ (WEBSCTE) উচ্চমাধ্যমিক (বৃত্তিমূলক) পরীক্ষা ২০১৯-এর (Higher Secondary (Vocational) Examination, 2019) ফলাফল প্রকাশ করেছে। রেজাল্ট জানা যাবে অফিসায়াল পোর্টাল- wbresults.nic.in-এ। পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিলেই পরীক্ষার ফল জানতে পারবেন। .
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক ফলাফল ২০১৯: কীভাবে জানবেন?
প্রথম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইটে যান: wbresults.nic.in.
দ্বিতীয় ধাপ: উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক পরীক্ষার রেজাল্ট ২০১৯-এর লিঙ্কের ওপর ক্লিক করুন।
তৃতীয় ধাপ: আপনার পরীক্ষার রোল নম্বর আর জন্ম তারিখ এখানে লিখুন.
চতুর্থ ধাপ: এবার সাবমিট করে জেনে নিন রেজাল্ট।
চলতি মাসের ২৭ তারিখে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যদ ((WBCHSE)। এবছর পাসের হার ৮৬,২৯ শতাংশ। ৭,৮১৮ জন ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। ৬০ শতাংশ নম্বর পেয়েছেন ২,৬৩,১৪৯ জন।
আরও জানতে ক্লিক করুন Education News