This Article is From Apr 29, 2020

"স্থানীয় মসজিদে আপনাদের অনুদান জমা করুন", মুসলিমদের প্রতি বার্তা ইমাম সংগঠনের

সেই কমিটির সভাপতি বলেছেন, "আমাদের চিঠি পেয়েই অনুদান সংগ্রহে নেমে পড়েছে একাধিক জেলার মসজিদ"

সেই কমিটির সভাপতি বলেছেন, "আমাদের চিঠি পেয়েই অনুদান সংগ্রহে নেমে পড়েছে একাধিক জেলার মসজিদ" (প্রতীকি ছবি)

কলকাতা:

আর্তদের সাহায্যে মুসলিমদের অনুদান দিতে আবেদন করল রাজ্যের ইমাম সংগঠন (Bengal Imams Association)। বুধবার সংগঠনের তরফে আবেদন, "রমজান মাসে (During Ramzan) আপনারা যে অনুদান দিয়ে থাকেন, তা স্থানীয় মসজিদে জমা করুন। অখান থেকেই আর্তদের পাশে দাঁড়াতে অর্থ সাহায্য করা হবে। এই মর্মে রাজ্যের প্রায় ২৬০০ মসজিদে (Letter to Mosque) চিঠি পাঠিয়েছে ইমাম সংগঠন। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে  এ কথা জানান সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া। জানা গিয়েছে সেই চিঠিতে উল্লেখ, "আপনারা ইফতার কিংবা জাকাতের জন্য প্রতিবছর অনুদান দিয়ে থাকেন। এবার সেই অনুদান স্থানীয় মসজিদ কমিটিকে দিন। সেখান থেকে প্রয়োজনীয় অর্থ নিয়ে আমরা মুসলিম কিংবা  অমুসলিম আর্ত  মানুষের পাশে দাঁড়াব। পাশাপাশি যারা অনুদান দেবেম তাঁদের নাম উল্লেখ থাকবে মসজিদ কমিটির বোর্ডে।" 

সেই কমিটির সভাপতি বলেছেন, "আমাদের চিঠি পেয়েই অনুদান সংগ্রহে নেমে পড়েছে একাধিক জেলার মসজিদ।" হাওড়ার কেতুয়াপুল জামা মসজিদ সূত্রে খবর, তারা  ইতিমধ্যে খাবার ও অর্থ দিয়ে স্থানি গরিবদের সাহায্য করছেন। সেই মসজিদ কমিটি বলেছে, "স্থানীয় প্রায় ২৫০ জনকে চিহ্নিত করতে আমরা সাহায্যের হাত বাড়িয়েছি। এঁদের মধ্যে ২৫%  মুসলিম।" 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.