স্বাধীনতা দিবস পালনের বিশেষ মুহূর্ত
কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ: মমতা ব্যানার্জি। রেড রোড থেকে সরাসরি সম্প্রসারণ
সমস্ত প্রথাগত সরকারি রীতিনীতি মেনে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হল রেড রোডে বাহাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন। পুরো অনুষ্ঠান নিয়ে তৃপ্তির ঝলক লেগে রইল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ও কথায়।
কুচকাওয়াজে অংশগ্রহণ করে নৃত্য পরিবেশন করছে উত্তর কলকাতার হোলি চাইল্ড স্কুলের ছাত্রীরা।
পুরুলিয়ার স্কুলের পড়ুয়াদের আঞ্চলিক সঙ্গীত ও নৃত্য পরিবেশন।
কোচবিহার জেলার ধুমপুর হাইস্কুলের পড়ুয়াদের আঞ্চলিক গানের সঙ্গে নৃত্য পরিবেশন।
তথ্য ও সংস্কৃতি বিভাগের সুদৃশ্য ট্যাবলো 'ঐকতান' এলো কুচকাওয়াজে। সেখানে বাংলার বিভিন্ন জেলার বিশেষ বাদ্যযন্ত্রের সমাহার। ট্যাবলোর সঙ্গে হেঁটে চলেছেন তন্ময় বোস, রূপঙ্কর, সৈকত মিত্র, অন্তএয়া চৌধুরী, তেজেন্দ্রনারায়াণ মজুমদার, সৌমিত্র রায়, শিবাজী চট্টোপাধ্যায় প্রমুখ প্রখ্যাত শিল্পী।
বেজে উঠল 'বাংলার মাটি বাংলার জল'।
যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রকের ট্যাবলো অংশ নিল কুচকাওয়াজে। সেখানে রয়েছেন আখতার আলি, জয়দীপ মুখার্জী, বিদেশ বসু, শ্যাম থাপা, মনোজ তিওয়ারি প্রমুখ ক্রীড়া ব্যক্তিত্ব।
রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির সত্তর লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছিল যে প্রকল্পের মাধ্যমে। সেই 'সবুজসাথী'র ট্যাবলো টলো কুচকাওয়াজে।
'খাদ্যসাথী প্রকল্প'-এর ট্যাবলো এলো কুচকাওয়াজে। সিনথেসাইজারে বেজে উঠল 'ধনধান্য পুষ্পেভরা'।
'রূপশ্রী প্রকল্প'-এর রঙিন ট্যাবলো অংশ নিল কুচকাওয়াজে।
'কন্যাশ্রী প্রকল্প'-এর ট্যাবলো অংশ নিল কুচকাওয়াজে। করতালিতে স্বাগত। বেজে উঠল থিম সঙ্গীত। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী, বললেন ঘোষক।
'সবুজশ্রী প্রকল্প'-এর ট্যাবলো এলো কুচকাওয়াজে। বেজে উঠল থিম সঙ্গীত।
কুচকাওয়াজের প্রথমার্ধ্বের প্রায় সমাপ্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানাচ্ছেন ডেপুটি কমিশনার অব পুলিশ দীনেশ কুমার।
কুচকাওয়াজের প্রথমার্ধ্বের প্রায় সমাপ্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানাচ্ছেন ডেপুটি কমিশনার অব পুলিশ দীনেশ কুমার।
এই প্রথমবার স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজে অংশ নিল ওড়িশা পুলিশ।
পশ্চিমবঙ্গ পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)-এর মহিলা শাখা অংশ নিল কুচকাওয়াজে।
রাজ্য পুলিশের বিশাল একটি দল বাইকে করে এলো কুচকাওয়াজে।
জাতীয় পতাকা উত্তোলন করলেন মমতা।
পুলিশ অফিসারদের সাহসিকতার জন্য পুরস্কার দিলেন মমতা।
রেড রোডে চলছে কুচকাওয়াজ।
কলকাতা পুলিশের 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' ক
কলকাতা পুলিশের 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রচারের ট্যাবলো এলো কুচকাওয়াজে।
মহিলা পুলিশদের একটি দল প্রথম অংশ নিল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে। বাইকে ও স্কুটিতে।
স্বাধীনতা দিবস উপক্ষে অনুষ্ঠানে রেড রোডে এলেন মমতা।