কলকাতা: চতুর্থ দফার লকডাউনের (Coronavirus Lockdown) 4 সময়ে রাজ্যে খোলা যাবে বেসরকারি অফিস, মলে থাকা বেসরকারি অফিস, তবে অর্ধেক কর্মী নিয়ে সেগুলিতে কাজ চালু করতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেলুনগুলিও খোলা রাখা যাবে, তবে যাতে ৬ জনের বেশি এক যন্ত্র ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, হোটেলগুলি সামাজিক দূরত্ববিধি মেনে খোলা যাবে। আন্তঃরাজ্য বাস চলাচলও শুরু করা যাবে। মুখ্যমন্ত্রী জানান, খেলার আয়োজন করা যাবে, তবে সেখানে কোনও দর্শক রাখা যাবে না। তাঁর কথায়, “আমরা কার্ফু জারি করছি না, তবে ৩১ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। আমরা কার্ফু শব্দটা পছন্দ করি না”।
২১ মে থেকে সমস্ত বড় দোকান খোলা যাবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদিন অন্তর দোকান খুলতে পারবেন হকাররা।
তিনটি ভাগে রাজ্যের কন্টেনমেন্ট জোন ভাগ করা যাবে। জোন-এ, যেখানে অ্যাফ্কেটেড জোন, বি জোন-বাফার জোন, সি জোন—ক্লিন জোন।