This Article is From Mar 13, 2019

শুধু মিমি, নুসরত নয় চোখ ধাঁধানো তৃণমূলের প্রার্থী তালিকায় ৪১ শতাংশই মহিলা এবার

Trinamool Congress Candidate List 2019: লোকসভায় মোট ৪২ টি আসনে এই রাজ্য থেকে যারা প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন তাঁদের ৪১ শতাংশই মহিলা।

Trinamool Congress candidates list: নুসরত জাহান (Nusrat Jahan), দেব (Dev) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)

কলকাতা:

 দশ জন বর্তমান সাংসদকে বাদ দিয়েই ২০১৯ সালের নির্বাচনের নয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী (Trinamool Congress candidates) তালিকা মঙ্গলবার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। লোকসভায় মোট ৪২ টি আসনে (42 Lok Sabha seats) এই রাজ্য থেকে যারা প্রার্থী তালিকায়(TMC candidate list 2019) ঠাঁই পেয়েছেন তাঁদের ৪১ শতাংশই মহিলা। এই মহিলা তালিকায়(TMC candidate list 2019) আবার মিমি চক্রবর্তী ও নুসরত জাহানসহ বেশ কয়েকজন বাঙালি সিনে তারকাও রয়েছেন। 

বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ অনুপম হাজরা যোগ দিলেন বিজেপিতে

এই তালিকায়(TMC candidate list 2019) যারা স্থান পেলেন না তাঁদের মধ্যে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ঐতিহাসিক সুগত বসু। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুগত তাঁর বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি পাননি বলেই ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সুগত বসুর পরিবর্তে তৃণমূল যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে যে প্রার্থীকে দাঁড় করিয়েছেন তা একপ্রকার বিস্ময়! অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবার লড়বেন যাদবপুর কেন্দ্রে। বর্তমান সংসদ সদস্য ইদ্রিস আলির বদলে অন্য জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে।

অভিনেতা দীপক অধিকারী বা দেব (Dipak Adhikari, Dev) আবারও ঘাটাল নির্বাচনী এলাকা থেকেই পুনরায় নির্বাচনের টিকিট পেয়েছেন। হাওড়া থেকে, অর্জুন পুরস্কারপ্রাপ্ত এবং প্রাক্তন ভারতীয় ফুটবলের অধিনায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় পুনরায় মনোনীত হয়েছেন। 

প্রার্থী ঘোষণা করে বিজেপিকে বিঁধলেন মমতা, কী বললেন নেত্রী? রইল দশটি পয়েন্টrjj3cjus

TMC candidate list 2019: তৃণমূল কংগ্রেস প্রার্থীদের তালিকা ঘোষণার সময় বিজেপিকে আক্রমণ করেন মমতা।

বীরভূমের আসন ধরে রাখার জন্য অভিনেত্রী শতাব্দী রায় (Satabdi Roy) লড়াই করবেন, আর ২০১৪ সালে বাঁকুড়ার সিপিআইএমের বরিষ্ঠ নেতা বাসুদেব আচার্যকে অপ্রত্যাশিতভাবে হারিয়েছিলে যে প্রাক্তন অভিনেত্রী মুনমুন সেন (Moon Moon Sen), তিনি এবার লড়বেন আসানসাল কেন্দ্র থেকে। এখানে তাঁর বিরোধী বিজেপি প্রার্থী হলেন গায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। 

লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল, জেনে নিন কোন আসনে কে লড়ছেন?

১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গে সাতটি দফাতেই ভোট হবে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই এবার তীব্র। কংগ্রেস ও বামপন্থীরা এই একসঙ্গেই লড়বেন ফের।

সাংবাদিক সম্মেলনে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ করে বলেন যে, তাঁর কাছে খবর রয়েছে, ভোটারদের ঘুষ দিতে ভিভিআইপিরা হেলিকপ্টার আর চার্টার্ড বিমান ব্যবহার করছে। রাফাল চুক্তি, কৃষি দুর্যোগ ও বেকারত্ব সহ বেশ কয়েকটি বিষয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের নিন্দা করেছে।

তৃণমূল নেত্রী জানিয়েছেন, যাদের নাম তালিকা নেই তাঁদের দলীয় অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হবে। তৃণমূল কংগ্রেস, ওডিশা, আসাম, ঝাড়খন্ড, বিহার ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবে।

.