রোজভ্যালি মানুষকে ফাঁদে পেলে কমপক্ষে ১৫ হাজার কোটি টাকা বাজার থেকে তুলেছে বলে অভিযোগ
কলকাতা: রোজভ্যালি (Rose Valley) চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের মামলায় এবার বিপাকে রোজভ্যালি কর্তার স্ত্রী। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা (Enforcement Directorate) কোটি কোটি টাকা প্রতারণার ওই মামলায় রোজ ভ্যালি গ্রুপের প্রধান গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর দক্ষিণ কলকাতার (Kolkata) ফ্ল্যাটে হানা দেন। তবে সেই সময় তিনি বাড়িতে ছিলেন না বলেই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। একজন ইডি আধিকারিক জানিয়েছেন, আচমকাই ইডির আধিকারিকরা তাঁর (Gautam Kundu) ফ্ল্যাটে হানা দিয়েছেন এই সম্পর্কে জানতে পেরে তদন্তসংস্থাকে চিঠি দেন রোজভ্যালি কর্তা। তবে তিনি চিঠির বিষয়বস্তু কী ছিল সে বিষয়ে কিছু প্রকাশ করেননি।
এই ইডি আধিকারিক জানিয়েছেন, কুন্ডুর বিরুদ্ধে "সতর্কতামূলক ব্যবস্থা" হিসাবে ওই লুক আউট নোটিস জারি করা হয়েছে। রোজভ্যালি কাণ্ডে ইডি ২০১৫ সালে গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে এবং হোটেল এবং রিসর্ট সহ তাঁর ২,৩০০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করে।
রোজভ্যালি চিটফান্ডের তদন্তে ফের নবান্নে হানা দিল সিবিআই, ধরালো ২টি চিঠিও
অভিযোগ গৌতম কুণ্ডুর সংস্থা রোজভ্যালি বিভিন্ন জায়গায় কমপক্ষে ২৭টি শাখা সংগঠন খুলেছিল যারা ওই চিটফান্ডের কাজকর্ম পরিচালনা করতে বলে জানা গেছে।
রোজভ্যালির চিটফান্ডের ফাঁদে পা দিয়ে অসংখ্য মানুষ সর্বস্বান্ত হয়েছেন। এই সংস্থার সঙ্গে জড়িত এজেন্টরাও বিপদের মুখে পড়েন। বড় অঙ্কের টাকা ফেরতের প্রলোভন দেখানোয় এই সংস্থায় টাকা রাখেন হাজার হাজার মানুষ। রোজভ্যালি এইভাবে মানুষকে ফাঁদে পেলে কমপক্ষে ১৫ হাজার কোটি টাকা বাজার থেকে তুলেছে বলে অভিযোগ।
Rose Valley scam: ডেপুটি কমিশনার ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
এর আগে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই চিটফান্ড কোম্পানি সংক্রান্ত সমস্ত লেনদেনের সম্পর্কেও বিস্তারিত জানতে চায় এবং রোজভ্যালিকে কোথায় জমি দেওয়া হয়েছে সে বিষয়েও বিশদ তথ্য তলব করে।
নানা খবর জানতে চোখ রাখুন এই ভিডিওতে:
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)