This Article is From Feb 17, 2020

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কারণে লাউড স্পিকারে নিষেধাজ্ঞা রাজ্যে

প্রসঙ্গত, মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কারণে লাউড স্পিকারে নিষেধাজ্ঞা রাজ্যে

গত দু’বছর ধরেই এই পরীক্ষার সময় লাউড স্পিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

কলকাতা:

রাজ্যে আসন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে লোকালয় এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের আশপাশে লাউড স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Body)। প্রসঙ্গত, মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চমাধ্যমিক (Higher Secondary Examination) শুরু হবে ১২ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা পরীক্ষার তিন দিন আগে থেকেই জারি করা হয়েছে।

রাজ্যের এই দুই বোর্ডের পরীক্ষায় এমন নিষেধাজ্ঞা জারি থাকছে গত দু'বছর ধরে। পর্ষদের এক আধিকারিক জানান, পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে শব্দ দূষণের মাত্রা ন্যূনতম রাখতে এই পদক্ষেপ করা হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.