এই বছর 12 মার্চ থেকে 21 মার্চ অবধি এই পরীক্ষা চলেছিল।
2018’র মাধ্যমিক পরীক্ষার ফল: গত মার্চ মাসে শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার ফল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করবে জুন মাসের প্রথম সপ্তাহে। কানাঘুষো শোনা যাচ্ছিল যে, এই পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে 29 মে। এই তথ্যকে সম্পূর্ণ অস্বীকার করে মধ্যশিক্ষা পর্ষদের এক সূত্র এনডিটিভিকে জানিয়েছে যে, এই পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ। এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেস পোর্টালকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে, জুন মাসের শুরুতেই পর্ষদ দশম শ্রেণির ফলাফল প্রকাশ করবে।
মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর যে ওয়াবসাইটগুলিতে এই ফলাফল দেখতে পাওয়া যাবে, তা হল: wbbse.org এবং wbresults.nic.in।
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এসএমএসের মাধ্যমেও এই ফলাফল জানতে পারা যাবে। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের ফল জানার জন্য এসএমএস করতে পারে 54242/56263/58888-এই নম্বরে।
প্রথমে লিখতে হবে WB তারপর একটা স্পেস দিয়ে 10 তারপর নিজের নিজের রোল নম্বর।
এই বছর 11 লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গত শিক্ষাবর্ষের থেকে প্রায় 30 হাজার বেশি।
এই বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11, 02, 961 জন। যাদের মধ্যে 6, 21, 366 জন মহিলা পরীক্ষার্থী। পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 4, 81, 555 জন।
গোটা রাজ্যের মোট 2819টি কেন্দ্রে এই পরীক্ষা হয়।
এই বছর 12 মার্চ থেকে 21 মার্চ অবধি এই পরীক্ষা চলেছিল।
উচ্চমাধ্যমিকের ফলাফল:
এখনও পর্যন্ত উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের ব্যাপারে কোনও ঘোষনা হয়নি। উচ্চমাধ্যমিক কাউন্সিলের সভাপতি মহুয়া দাস ইন্ডিয়ান এক্সপ্রেস পোর্টালকে জানিয়েছেন, 10 জুনের আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করার চেষ্টা চলছে।
রিপোর্ট অনুযায়ী, এই বছর প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষাটিতে বসেন।