This Article is From Jun 06, 2018

পশ্চিমবঙ্গ মাধ্যমিক রেজাল্ট 2018: WBBSE আজ মাধ্যমিকের ফল প্রকাশ করবে

WBBSE আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ করবে।ফলাফল wbbse.org এবং wbresults.nic.in এ পাওয়া যাবে

পশ্চিমবঙ্গ মাধ্যমিক রেজাল্ট 2018: WBBSE আজ মাধ্যমিকের ফল প্রকাশ করবে

আগামী কাল প্রায় 11 লক্ষ বিদ্যার্থীর মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে

নিউ দিল্লী: পশ্চিমবঙ্গের মাধ্যমিক 2018 -এর ফলাফল আজ ঘোষণা করা হবে।পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএসই) তার অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে।ফলাফল wbbse.org এবং wbresults.nic.in এ পাওয়া যাবে। ফলাফলটি 9 টায় প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে এবং বিদ্যার্থীরা 10 টার পর নিজ নিজ স্কুল থেকে রেজাল্ট পেতে সক্ষম হবে। এই বছর 12 মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং তা শেষ হয় 21 শে মার্চ।

পশ্চিমবঙ্গের মাধ্যমিক 2018 -এর ফলাফল কিভাবে জানবেন?
 
result 2018, west bengal 10th result, wbbse madhyamik result
WBBSE আজ মাধ্যমিকের ফল প্রকাশ করবে 

ধাপ এক: ফলাফলের জন্য অফিসিয়াল রেজাল্ট ওয়েবসাইট দেখুন: www.wbresults.nic.in.

ধাপ দুই: রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।

ধাপ তিন: প্রয়োজনীয় বিবরণ লিখুন

ধাপ চার: সাবমিট-এ ক্লিক করুন এবং আপনার ফলাফল দেখুন।

এই বছর 11 লাখেরও বেশি শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে।

2018 সালেও বিদ্যার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। এই নিয়ে দুই বছর এই ঘটনা ঘটল।হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে এই বছর বিদ্যার্থীদের মধ্যে 56 % মেয়ে, অর্থাৎ এর সংখ্যা হল 6,21,366। অন্যদিকে ছেলেদের সংখ্যা হল 4,81,555। 2017 সালে 27 শে জুন মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছিল।এই বছর পাশের হার ছিল 85.05%। 
 
.