Read in English
This Article is From May 16, 2019

পশ্চিমবঙ্গ মাদ্রাসার ফলাফল প্রকাশিত, সরাসরি ফল জানুন Wbresults.nic.in ওয়েবসাইটে

মাদ্রাসার ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং exametc.com এ পাওয়া যাবে।

Advertisement
Education

মাদ্রাসার ফলাফল জানতে ক্লিক করুন wbresults.nic.in অথবা exametc.com ওয়েবসাইটে

WBBME result 2019: প্রকাশিত হল পশ্চিমবঙ্গের হাই মাদ্রাসা (High Madrasah), আলিম (Alim) ও ফাজিল (Fazil) পরীক্ষায় ফলাফল। গত ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা আয়োজিত হয়েছিল। পশ্চিমবঙ্গ মাদ্রাসার ফলাফল (West Bengal Madrasah results) বৃহস্পতিবার, ১৬ মে, দুপুর ১২ টায় প্রকাশিত হয়। মাদ্রাসার ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং exametc.com এ পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে এইচএম ও আলিম পরীক্ষায় মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত মাধ্যমিক পরীক্ষার সমতুল্য, ফাজিল পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য।

 বরফ শৃঙ্গ ছুঁয়েই মৃত্যু, কাঞ্চনজঙ্ঘায় মৃত কলকাতার দুই পর্বতারোহী

পশ্চিমবঙ্গ মাদ্রাসার ফলাফল ২০১৯: সরাসরি লিঙ্ক

 West Bengal Madrasah results Direct link

পশ্চিমবঙ্গ মাদ্রাসা ফলাফল ২০১৯: কিভাবে জানবেন

WBBME West Bengal Madrasah results @ wbbme.org, wbresults.nic.in and exametc.com 

ICSE & ISC Results: কলকাতা একশোয় একশো! দ্বাদশে দেশের সেরা এ শহরের দেবাঙ্গ

Advertisement

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম ও ফজিল পরীক্ষার ফলাফল কীভাবে জানবেন:

Advertisement

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in পরিদর্শন করুন

Advertisement

ধাপ ২: হোম পেজে দেওয়া পশ্চিমবঙ্গের মাদ্রাসার ফলাফলের লিঙ্কে ক্লিক করুন

Advertisement

ধাপ ৩: আপনার প্রয়োজনীয় নিম্নলিখিত বিকল্পগুলির উপর ক্লিক করুন

Advertisement

১. উচ্চ মাদ্রাসা পরীক্ষা

২. আলিম পরীক্ষা

৩. ফাজিল পরীক্ষা

ধাপ ৪: পরবর্তী পেজে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন

ধাপ ৫: পশ্চিমবঙ্গ মাদ্রাসার ফলাফল জেনে নিন

শিক্ষার্থীরা বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইট wbbme.org থেকে তাদের এইচএম, আলিম বা ফাজিল ফলাফল দেখতে পারেন বা পশ্চিমবঙ্গে পরিচালিত এই পরীক্ষার ফলাফলের পোর্টাল wbresults.nic.in-এও নজর রাখতে পারেন।

পশ্চিমবঙ্গের মধ্যমিক ফলাফল আগামী সপ্তাহেই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement