Read in English
This Article is From May 27, 2018

রবীন্দ্রনাথের ছবি দিতে প্রধানমন্ত্রীর সুরক্ষা বেষ্টনী ভেদ করে ঢুকে পরলেন বাঙ্গালী

অধিবেশন শেষ হওয়ার পর পিএম মোদী যখন ডায়াস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, এক ব্যক্তি হঠাৎ করেই প্ল্যাটফর্মে পৌঁছে যান এবং তাঁকে একটা ছবি উপহার দেন।

Advertisement
Kolkata

প্রধানমন্ত্রী সেই ছবিটা নিয়ে তাঁর সুরক্ষায় নিযুক্ত আধিকারিকদের হাতে চালান করে দেন। (ফাইল)

শান্তিনিকেতন : প্রধানমন্ত্রীর বিশ্বভারতী অধিবেশনে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর সুরক্ষাবেষ্টনী ভেদ করে রবীন্দ্রনাথের ছবি নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন।  

অধিবেশন শেষ হওয়ার পর পিএম মোদী যখন ডায়াস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, এক ব্যক্তি হঠাৎ করেই প্ল্যাটফর্মে পৌঁছে যান এবং তাঁকে একটা ছবি উপহার দেন। প্রধানমন্ত্রী সেই ছবিটা নিয়ে তাঁর সুরক্ষায় নিযুক্ত আধিকারিকদের হাতে চালান করে দেন।   

এসপিজি আধিকারিকরা সেই ব্যক্তিকে ধরে ডায়াস থেকে নামিয়ে দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ডায়াস থেকে নেমে যান।

Advertisement
এই দিন শান্তিনিকেতনে বহু-স্তরীয় সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল, যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সমেত বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন।  

বিশ্বভারতীর ভাইস-চ্যান্সেলর সবুজকলি সেন-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি ঘটনাটা নিজের চোখে দেখেছি। আমি সে সময় ডায়াসে উপস্থিত ছিলাম। আমি ওই ব্যক্তিকে চিনি না”।  

Advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement