Read in English
This Article is From May 07, 2018

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে নিগ্রহ, চুপ থাকার জন্য দেওয়া হয়েছে 100 টাকা

উত্তর 24 পরগনা জেলা থেকে আজ এক ব্যক্তিকে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে.

Advertisement
সিটিস Posted by

অভিযুক্তকে  যৌন অপরাধ (POCSO) অ্যাক্ট, শিশুদের কঠোর সুরক্ষা অধীনে অভিযুক্ত করা হয়েছে. 

Kolkata: কলকাতা: উত্তর 24 পরগনা জেলা থেকে আজ এক ব্যক্তিকে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে. মেয়েটি যাতে চুপ থাকে সেই কারণে অভিযুক্ত তার হাতে 100 টাকা দিয়েছিল বলে জানা যাচ্ছে.

গত শনিবার সন্ধ্যে বেলায় রফিকুল ইসলাম নামক এই ব্যক্তি পঞ্চম শ্রেণীর এই ছাত্রীকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়. এমনটাই জানিয়েছে অশোক নগর (কলকাতা থেকে নয় কিলোমিটার দূরে) পুলিশ স্টেশন. 

বিচারকের কাছে পেশ করার আগেই, অভিযুক্তকে  যৌন অপরাধ (POCSO) অ্যাক্ট, শিশুদের কঠোর সুরক্ষা অধীনে অভিযুক্ত করা হয়েছে. 

গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে তার নাচের মাস্টার নিগ্রহ করেছিল, কিন্তু সেক্ষেতে এই অ্যাক্ট কোনো কাজ করেনি এমনটাই জানা গেছে নিপীড়িত শিশুর ক্ষোভে ফেটে পড়া বাবা-মায়ের কাছ থেকে. সাউথ কলকাতার এই ঘটনায় পুলিশ অফিসার যথেষ্ট আহত হয়েছিল. 

Advertisement
28 বছরের শিক্ষক সৌমেন রানাকে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ভিত্তিতে কঠোর আইন অধীনে গ্রেফতার করা হয়েছিল।

বিদ্যালয় গুলির সুরক্ষার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ''সব শিক্ষকই খারাপ হয় না. কিন্তু কিছু খারাপ মানুষ আছে, যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এগুলি খুবই নিন্দনীয় ঘটনা.''   

Advertisement
  
Advertisement