পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। (প্রতীকী)
কলকাতা: মানসিক প্রতিবন্ধী সন্তানকে কুপিয়ে মারার (Mentally Challenged Man Dies In Kolkata) অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে! পাশাপাশি ঘটনায় অভিযুক্ত মৃত যুবকের ছোট ভাইও। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার গড়ফা (Garfa) অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। উত্তেজিত জনতা ঘটনাস্থলে পৌঁছে মারধর করে অভিযুক্তদের। ভাঙচুর চালায় বাড়িতে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিনজনকে উদ্ধার করে। জানা গিয়েছে মধ্য কুড়ির ওই যুবকের শরীরে অনেক ক্ষতচিহ্ন মিলেছে। বুধবার রাতে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা-মা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত জনতা তাঁদের বাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে মৃত যুবকের পরিবারের সদস্যদের মারধর করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মৃত যুবককে হত্যা করেছেন তাঁর পরিবারের সদস্যরাই।
আমফান বিপর্যয়ে ত্রাণের সমবণ্টনের দাবিতে শহরে বামেদের প্রতিবাদ
এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘মানসিক প্রতিবন্ধী যুবকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযোগ, তাঁকে তাঁর বাবা-মা ও ভাই মিলে মেরে ঝুলিয়ে দিয়েছিলেন।''
অভিযুক্তরা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ওই যুবক বুধবার সন্ধ্যায় শৌচাগারে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
ওই পুলিশ আধিকারিক আরও জানাচ্ছেন, ‘‘আমরা ওই যুবকের বাবা-মা এবং ছোট ভাইকে গ্রেফতার করেছিল। তদন্ত চলছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।''