তিনি তাঁর সফর বাতিল করছেন বলেও দাবি করেন (ফাইল)
কলকাতা: বাংলাদেশ সফরের জন্য ভিসা না পাওয়ার অভিযোগ তুললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ডিসেম্বরের ২৬ থেকে ৩১ তারিখ তাঁর পড়শি দেশে একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সেই সফরের জন্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরের দ্বারস্থ হলে, তারা ভিসা দিতে অস্বীকার করেন, দাবি ওই মন্ত্রীর।
ফোনে পিটিআইকে তিনি বলেন, "আমি ভিসার জন্য আবেদন করলেও ওদের থেকে কোনো সাড়া মেলেনি। আমার আবেদন গৃহীত না খারিজ সেটাও জানানো হয়নি। আমার কাছে সব ধরণের অনুমতি কাগজপত্র আছে যা কেন্দ্র ও রাজ্য সরকার আমাকে দিয়েছে।" তিনি তাঁর সফর বাতিল করছেন বলেও দাবি করেন। এ ব্যাপারে হাই কমিশনার তৌফিক হাসানের প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)