This Article is From Aug 08, 2018

অনুপ্রবেশ কমাতে কী নিদান দিলেন বিজেপির এই শরিক নেতা?

বাংলায় নাগরিক পঞ্জিকরণ হওয়া উচিত বলে মনে করেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মোহান্ত। 

অনুপ্রবেশ কমাতে কী নিদান দিলেন বিজেপির এই শরিক নেতা?
নিউ দিল্লি:

বাংলায় নাগরিক পঞ্জিকরণ হওয়া উচিত বলে মনে করেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মোহান্ত।  আর সেটা হলে অনুপ্রবেশের ঘটনা কমে আসবে বলে মনে করেন অসম গণ পরিষদের এই নেতা।  দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা। ওখানকার সব মানুষ বাংলায় কথা বলেন বলে তাঁদের পক্ষে অসম এবং পশ্চিমবঙ্গে এসে বসবাস করা সুবিধাজনক। আর এভাবেই বাড়ছে অনুপ্রবেশ। এমতাবস্থায় অসমের মতো বাংলাতেও এনআরসি একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন। রাজনৈতিক মহলের মতে বিজেপির এই শরিক ঘুরপথে বার্তা দিল তৃণমূলকেই।        

প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন অসম আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠনের অন্যতম নেতা। আর তাঁর এবারের দিল্লি আসার কারণ এই সংগঠনের কর্মসূচি। 

.