This Article is From Feb 08, 2020

ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল

ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়ছে পুলিশ

ভাটপাড়া:

ভাটপাড়ায় (Bhatpara ) স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতে বোমা নিক্ষেপ। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় পুরসভার দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে ক্ষমতায় ফেরার লাগাতার চেষ্টায় গেরুয়া শিবির। টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শুক্রবার রাতে বোমা এবং ইট ছোঁড়া হচ্ছে বিজেপি নেতার বাড়িতে। ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়ছে পুলিশ। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং (Arjun Singh) , তারপর থেকেই একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্রে জয়লাভ করেন অর্জুন সিং।

লোকসভা নির্বাচনের পরে, বিজেপিতে যোগদান করেন ২৬ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, পুরসভার চেয়ারম্যান হন অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং।

গত কয়েক মাসে তৃণমূলে ফিরে এসেছেন অনেক কাউন্সিলর। চলতি বছরের জানুয়ারিতে সৌরভ সিং এর বিরুদ্ধে অনাস্থা ভোটে জয়লাভ করেন তৃণমূল কাউন্সিলররা।

ভাটপাড়া পূরসভাই শেষ বোর্ড, যেটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে পড়ে জানুয়ারিতে বোমার স্লিন্টারে জখম হওয়া এক ব্যক্তি চোখ হারান। তাঁর পরিবারের এক সদস্য জানান, “তাঁর চোখ সরাতে হয় জীবন বাঁচাতে”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.