This Article is From Mar 20, 2020

করোনা প্রতিরোধে কেন্দ্রের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাচ্ছি না: মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্নে রাজ্যের হাসপাতালগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাস্থ্য বিভাগ দুই লক্ষ মাস্ক ও ৩০,০০০ গ্লাভস সরবরাহ করবে

করোনা প্রতিরোধে কেন্দ্রের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাচ্ছি না: মমতা বন্দ্যোপাধ্যায়

Coronavirus: রাজ্য সরকার ১০,০০০ থার্মাল স্ক্যানার এবং ৩০০ টি ভেন্টিলেশন মেশিন অর্ডার করেছে, জানান মুখ্যমন্ত্রী

হাইলাইটস

  • করোনা ভাইরাসের প্রভাব ক্রমশই বাড়ছে ভারতে
  • লড়ার জন্যে যথেষ্ট সাহায্য করছে না কেন্দ্রীয় সরকার, অভিযোগ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে রাজ্যের হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা:

করোনা ভাইরাস (Coronavirus) মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যথেষ্ট সাহায্য মিলছে না, এমন অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই (COVID-19) সঙ্কট মোকাবেলায় নিজস্ব সম্পদের উপরেই নির্ভর করতে হচ্ছে রাজ্যকে। বৃহস্পতিবার করোনা ভাইরাস মোকাবিলার জন্যে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলির সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের স্বাস্থ্য বিভাগ এই মারণ ভাইরাসের সঙ্গে যুঝতে আপাতত দুই লক্ষ মাস্ক ও ৩০,০০০ গ্লাভস সরবরাহ করবে। পাশাপাশি রাজ্য সরকার ১০,০০০ থার্মাল স্ক্যানার এবং ৩০০ টি ভেন্টিলেশন মেশিনও অর্ডার করেছে বলে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

করোনা পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, এই অভিযোগ উঠলে যথেষ্ট কড়া ভাষায় তাঁকে বলতে শোনা যায়, কালোবাজারি বরদাস্ত করবে না সরকার। অনেকে গুজব রটিয়ে দিচ্ছেন, বাজারে জিনিস পাওয়া যাবে না। দাম বাড়িয়ে দিচ্ছেন অসাধু কিছু ব্যবসায়ী। তাই জিনিসের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

করোনা সংক্রমণে ভারতে চতুর্থ মৃত্যু হল পঞ্জাবে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকার আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের ১০ লক্ষ সরকারি চিকিৎসক তথা কর্মীদের সুরক্ষার জন্যে প্রত্যেকের মাথা পিছু পাঁচ লক্ষ টাকার বীমা কভারেজ দেবে।

"দয়া করে খেয়াল রাখুন যাতে রাজ্যের সমস্ত দোকান, বাজার এবং বিভাগীয় স্টোরগুলি খোলা থাকে। এই জায়গাগুলি বন্ধ থাকলে লোকেরা কীভাবে প্রয়োজনীয় জিনিস কিনবে? আমি কিছুতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর অনুমতি দেবো না। পাশাপাশি যারা করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা কঠোর পদক্ষেপ করব", বলেন তিনি।

করোনার কারণে “বাংলার গর্ব মমতা” কর্মসূচী স্থগিত করল তৃণমূল কংগ্রেস

তবে তৃণমূল সুপ্রিমো একথাও জানান যে, নিরাপত্তার খাতিরে জনসমাগম এড়ানোর জন্যে শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাবলিক প্লেসগুলি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান যেসব বিদ্যালয়ে মিড-ডে মিল দেওয়া হত সেই সব বাচ্চাদের আপাতত বাড়িতেই সরকারের তরফ থেকে খাবার পাঠিয়ে দেওয়া হবে।

করোনা সংকট মোকাবিলার জন্যে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে আরও ১০০ অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হচ্ছে, ওদিকে রাজারহাটে রাজ্যের ব্যবস্থাপনায় একটি বিচ্ছিন্নতা ওয়ার্ড রাখা হয়েছে যেখানে ৫০০ টি অতিরিক্ত বেড থাকছে। পাশাপাশি এমআর বাঙ্গুর হাসপাতাল ১৫০ টি বেড এবং আরজি মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও ৫০ টি বেডের ব্যবস্থা রাখা হচ্ছে।

.