West Bengal: নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিধানসভায় একটি প্রস্তাব পাস করানো হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
- এনপিআর বয়কটের জন্যে প্রতিবেশী রাজ্যগুলিকেও আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের
- এনপিআর আসলে এনআরসি-র প্রথম ধাপ, মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী
- খুব তাড়াতাড়ি বিধানসভায় সিএএ-বিরোধী প্রস্তাবও পাস হবে, বলেন মমতা
কলকাত/শিলিগুড়ি: এনপিআরের নামে আসলে "এক মারাত্মক খেলা" চলছে দেশ জুড়ে, এভাবেই সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে জনসংখ্যা নিবন্ধীকরণের (National Population Register NPR) কাজ আগেই বন্ধ করে দিয়েছেন তিনি। এবার প্রতিবেশী রাজ্যগুলিকেও এনপিআরের বিষয়ে সতর্ক করলেন তিনি। উত্তর-পূর্ব সহ দেশের সমস্ত অ-বিজেপি রাজ্যগুলির সরকার আগে এনপিআরের ফর্মে ঠিক কী কী তথ্য দেওয়া আবশ্যিক সে সম্পর্কে জানুন, তারপরে জনসংখ্যা নিবন্ধীকরণ (NPR) সংক্রান্ত কাজ শুরু করুন, এমন পরামর্শই দিতে শোনা গেল তৃণমূল নেত্রীকে (Mamata Banerjee)। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এবং এনআরসির বিরুদ্ধেও সরব হতে দেখা গেছে। এমনকি তিনি এ দাবিও করেছেন যে এনপিআর আসলে এনআরসি-র প্রথম ধাপ। এবার তাই এনপিআর নিয়ে প্রতিবেশী রাজ্যগুলির সরকারকেও সতর্ক করলেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়ে দিলেন যে, খুব তাড়াতাড়ি বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পাস করা হবে।
সব রাজ্যকে CAA বাতিলের প্রস্তাব আনতে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের
"আমি বিজেপি শাসিত উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি অর্থাৎ ত্রিপুরা, আসাম, মণিপুর এবং অরুণাচল সহ বিরোধী দল-শাসিত সমস্ত রাজ্যগুলির সরকারকে এই আইনটি যথাযথভাবে জানতে এবং এনপিআর ফর্মে কোনও ব্যক্তি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়ার আগে তা বিবেচনা করার জন্য আবেদন করছি। আমি তাদের অনুরোধ করছি যাতে তাঁরা তাঁদের রাজ্যেও এনপিআরের কাজ না এগোয়", বলেন বাংলার মুখ্যমন্ত্রী।
এনপিআরের ফর্মে যে জায়গায় কোনও ব্যক্তির বাবা-মায়ের জন্ম সংক্রান্ত বিবরণ দেওয়ার কথা বলা হয়েছে তা বাধ্যতামূলক নয়, এই কথা সংবাদমাধ্যম মারফৎ জানতে পেরেছেন তিনি, এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর প্রশ্ন,"যদি এই ক্ষেত্রগুলো বাধ্যতামূলক না-ই হয় তবে সেগুলি ফর্মের একটি অংশে রয়েছে কেন? এই প্রশ্নগুলো তো আগে বাদ দেওয়া উচিত। যদি ওঁরা এখন নতুন করে ফর্ম প্রকাশ করে তাহলে সেই ফর্ম থেকে বাবা-মায়ের জন্মের বিবরণ সংক্রান্ত বিষয়গুলি বাদ দেওয়া উচিত। আর যদি ওঁরা তা না করে তাহলে বুঝতে হবে এর পিছনে অন্য কারণ আছে, তাই এই বিষয়টি নিয়ে মানুষ ভয় পেতেই পারেন..."।
"আইনটা জানুন": এনপিআর প্রসঙ্গে বার্তা দিলেন Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা এর আগে এনপিআরের বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাব পাস করেছি। এরপরে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও একটি প্রস্তাব পাস করব।"
শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের মানুষকে এনপিআর নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী ।
"এর আগে, আমি ভেবেছিলাম যে এনপিআর কেবলমাত্র আদমসুমারি আপডেটের কাজ, কিন্তু এখন এনপিআরের ফর্মে বাবা-মায়ের জন্ম তারিখ এবং ঠিকানা সংক্রান্ত কলামগুলি দেখে আমি বুঝতে পেরেছি যে আমি অন্তত এই সব তথ্য দিতে পারবো না ... ", বলেন তিনি।
এনপিআরের ফর্ম না বদলালে তিনি এই কাজ এগোনোর ব্যাপারে অনুমতি দেবেন না বলেও সাফ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।