ডিসেম্বরের জন্য ৮০০ টন পেঁয়াজ অর্ডার করেছে রাজ্য সরকার।
পেঁয়াজের অগ্নিমূল্যের সঙ্গে মোকাবিলা করতে রাজ্য সরকার ৮০০ টন পেঁয়াজ আমদানি করতে পদক্ষেপ করল। ‘ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া' বা এনএএফইডি-র কাছে অর্ডার করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, এনএএফডি-র উপরে দায়িত্ব রয়েছে মুম্বই বন্দরে পৌঁছনো ৫৫ টাকা কেজি পেঁয়াজ দেশভর সরবরাহ করা। বুধবার এক সরকারি সূত্রে একথা জানা গিয়েছে। এক বর্ষীয়ান রাজ্য সরকারি কর্মী সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘‘আমরা প্রতি সপ্তাহের জন্য ২০০ টনের পেঁয়াজ অর্ডার করেছি। সব মিলিয়ে ডিসেম্বরের জন্য ৮০০ টন আসার কথা। মুম্বই বন্দরে পৌঁছনো পেঁয়াজের কেজি ৫৫ টাকা। কলকাতায় তার দাম হবে অন্তত ৬৫ টাকা প্রতি কেজি।''
এই পেঁয়াজ আনা হচ্ছে ইজিপ্ট থেকে।
এদিকে পেঁয়াজের দাম ক্রমেই আকাশ ছোঁয়ার দিকে এগোচ্ছে। নাসিকে ৪০ কেজি উচ্চ মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫,৪০০ টাকায়। এক সপ্তাহের পুরনো স্টকের পেঁয়াজ বুধবার কলকাতার পোস্তা বাজারে ১২৫ টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি হচ্ছে। সূত্রানুসারে পিটিআই এমনটা জানতে পেরেছে।
কেজি প্রতি পেঁয়াজের দাম ছুঁতে পারে ১৫০ টাকা! দাবি ব্যবসায়ীদের
এর ফলে সম্ভাবনা দেখা দিয়েছে যে, সেরা মানের পেঁয়াজ বাজারে ১৫০ টাকা কেজিতে বিক্রি হতে চলেছে। রাজ্যের সংস্থাগুলি এই পরিস্থিতিতে পাইকারি বাজারের দিকে তাকিয়ে রয়েছে। তবে এখনই দামে লাগাম টানার চেষ্টা করতে চাইছে না তারা। তারা ভয় পাচ্ছে, এর ফলে বাজারে পেঁয়াজের পরিমাণ কমতে পারে।
যদি এনএএইইডি সময়মতো পেঁয়াজ পৌঁছে দিতে পারে তাহলে রাজ্য সরকার তা ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে বিক্রি করবে বলে সূত্রানুসারে জানা গিয়েছে।
সৈকতে দূষণের ফেনা! আশঙ্কাকে হেলায় উড়িয়ে সেলফির মেলা
রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছে পেঁয়াজের দাম বাড়ার জন্য। সরকারি এক কর্মী জানাচ্ছেন, ‘‘কেন্দ্রের হস্তক্ষেপে দেরি হয়েছে। আমদানির অর্ডার অন্তত এক মাস আগে করা দরকার ছিল পেঁয়াজের দাম এতটা বেড়ে যাওয়ার আগেই। আমাদের সম্মতি দিলে আমরা শ্রীলঙ্কা থেকে অনেক আগেই পেঁয়াজ আমদানি করতে পারতাম। ৫৫ টাকা কেজির থেকেও সস্তায় নিয়ে আসতে পারতাম কলকাতায়।''
প্রসঙ্গত, রাজ্য সরকার ‘সুফলা' বিপণিতে ৫৯ টাকা কেজি মূল্যে পেঁয়াজ বিক্রি করছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)