This Article is From May 18, 2018

সন্ত্রাস-জর্জরিত পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বিদ্রুপের জবাবে মুখ খুললেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত ভোটের সম্পূর্ণ ফলাফল প্রকাশের আগেই নিজেদের জয় সম্পর্কে আশ্বস্ত ছিলেন

সন্ত্রাস-জর্জরিত পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বিদ্রুপের জবাবে মুখ খুললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী ভালো করে না জেনে কথা বলছেন।

হাইলাইটস

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 90 শতাংশ আসনে জয়লাভ করেছে
  • তাঁর দাবি "প্রধানমন্ত্রী ভালো করে না জেনে কথা বলছেন।''
  • 13 জনকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে 10 জন তৃণমূলের
কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত ভোটের সম্পূর্ণ ফলাফল প্রকাশের আগেই কলকাতায় জানান,''বিরোধীদের জোটবদ্ধ প্রচার সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাজ্যের গ্রামগুলোতে 90 শতাংশ আসনেই জয়ী হবে।'' আর তাঁর কথাই সত্যি প্রমাণিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 90 শতাংশ আসনেই জয়লাভ করেছে। 

"আমাদের পদে পদে অপদস্থ করা হয়েছে। এমনকি, প্রধানমন্ত্রীও এর সঙ্গে জড়িত ছিলেন, যা আমরা আশা করিনি। কোনও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্বন্ধে এইভাবে কথা বলতে পারেন না। এটা সংবিধানে নেই।'' বলেন তিনি।
"প্রধানমন্ত্রী ভালো করে না জেনে কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের  10 জন খুন হয়েছে বিজেপির হাতে"। তিনি যোগ করেন, "তবে মানুষ আমাদের সঙ্গে আছে"।

মঙ্গলবার, নরেন্দ্র মোদি বলেন, বাংলার পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন যে, তৃণমূল ছাড়া বাকি সব রাজনৈতিক দলের কর্মীকেই এই সন্ত্রাসে খুন হতে হয়েছে।

"কিছু রক্ত ঝরেছে, আতঙ্কের ঘটনাও ঘটেছে, অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বেশ কিছু, যা আমরা কখনওই চাইনি।'' মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। 

"কিন্তু বাংলায় পঞ্চায়েত নির্বাচন একটি রাজনৈতিক ব্যাপার। অন্যান্য রাজ্যের মতো এখানে নয়। স্থানীয় শত্রুরা মাঠে নেমে পড়ে, এছাড়া পারিবারিক সমস্যাও থাকে, যার ফলে পরিবারের এক সদস্য অপর সদস্যের বিরূদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েন। কিন্তু, যে 13 জনকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে 10 জন তৃণমূলের। বিজেপি আর সিপিএম জোটবেঁধে হত্যা করে তাদের। এফআইআরও তাই বলছে।'' তিনি বলেন।

তিনি তাঁর উপর হওয়া বিভিন্ন ধরনের আক্রমণের প্রতি উষ্মাপ্রকাশ করে বলেন, "কী করা হয়নি আমাদের সঙ্গে? একদিকে, ভারত সরকার, অন্যদিকে সুপ্রিম কোর্ট আর কলকাতা হাইকোর্ট জুড়ে সব ধরনের মামলা। আমি কাজ করতে পারছি না।প্রতি পদে পদে বাধা। আমি কখনওই এরকম ব্যাপার দেখিনি"। তিনি বলেন।

“বিজেপি মিথ্যে কথা বলছে। বলছে যে ওরা নাকি পঞ্চায়েত নির্বাচনের জন্য নমিনেশনই জমা দিতে পারেনি। 2013 সালে, বিজেপি 11000 নমিনেশন জমা দিয়েছিল। এইবার ওরা সিপিএমের সাহায্য নিয়ে 28000 প্রার্থী দিয়েছে। ওরা মিথ্যে কথা বলছে কেন?'' মমতা বিস্ময়প্রকাশ করেন। এই নির্বাচনী প্রক্রিয়া প্রথম দিন থেকেই বিতর্কের সম্মুখীনতা করেছে, বিরোধীরা দাবি করেছিল যে, তৃণমূলের আতঙ্কে তারা তাদের নমিনেশন জমা দিতে পারছে না।
কংগ্রেসের বিরূদ্ধেও তোপ দেগেছেন তিনি, বিজেপির সঙ্গে ‘হাত মেলানো’র জন্য। “কংগ্রেস কেন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল? তার কারণ, আজ ওরা ধ্বংসের মুখোমুখি। মালদহ, মুর্শিদাবাদের মতো নিজেদের শক্ত ঘাঁটি গুলো থেকেও হারিয়ে যেতে বসেছে ওরা।'' বলেন মমতা।
.