This Article is From Jul 23, 2020

রাজ্যের আইনশৃঙ্খলা উদ্বেগজনক! আমার সঙ্গে বৈঠক করুন মুখ্যমন্ত্রী: রাজ্যপাল

পুলিশ প্রশাসন বিরোধী দলের সাংসদ-বিধায়কদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। এমন দাবি করেছেন তিনি।

রাজ্যের আইনশৃঙ্খলা উদ্বেগজনক! আমার সঙ্গে বৈঠক করুন মুখ্যমন্ত্রী: রাজ্যপাল

গত এক বছরে রাজ ভবন বনাম নবান্ন বহুলপ্রসিদ্ধ বিতর্ক (ফাইল ছবি)।

কলকাতা:

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য পুলিশ আইন মেনে কাজ করছে না। শাসক দলের দরদাম হিসেবে কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বের করে এই বিষয়ে আমার সঙ্গে আলোচনায় বসুক। বৃহস্পতিবার আবেদন করেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, "রাজ্যপাল হিসেবে আমি এই রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি দেখে খুব উদ্বিগ্ন।" পুলিশ প্রশাসন বিরোধী দলের সাংসদ-বিধায়কদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। এমন দাবি করেছেন তিনি।

এ প্রসঙ্গে উল্লেখ্য গত এক বছরে রাজ ভবন বনাম নবান্ন বহুলপ্রসিদ্ধ বিতর্ক। রাজ্য সরকারের নানা ভূমিকার সমালোচনা করে একাধিকবার সংবাদমাধ্যমে মুখ খুলেছেন রাজ্যপাল ধনখড়। পাল্টা কটাক্ষ উড়ে এসেছে সরকারি তরফে।

সম্প্রতি হেমতাবাদের বিধায়কের রহস্যমৃত্যু ঘিরে চাপানউতোর তুঙ্গে। সে নিয়েও একপ্রস্থ তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী পক্ষ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.