This Article is From Nov 19, 2019

ডেবিট কার্ড ক্লোন করে এটিএম থেকে টাকা হাতিয়ে গ্রেফতার চার বিদেশি

পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা এটিএমে স্কিমিং ডিভাইস ইনস্টল করেছে। এই বিশেষ ডিভাইসের সাহায্যে তাঁরা ব্যবহারকারীদের ডেবিট কার্ড ক্লোন করতে পারে

Advertisement
Kolkata Edited by
কলকাতা :

কলকাতায় বসে ত্রিপুরা থেকে টাকা হাতাত ৪ দুষ্কৃতী! মঙ্গলবার দুই তুর্কি ও দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগ, ত্রিপুরায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে এই ৪ জন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্লোনিং ডিভাইস ব্যবহার করে টাকা তুলে নিত এই দুষ্কৃতীরা।

পশ্চিমবঙ্গ পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ত্রিপুরা পুলিশের সঙ্গে পরামর্শের পরেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা অটোমেটেড টেলার মেশিনে বা এটিএমে স্কিমিং ডিভাইস ইনস্টল করেছে। এই বিশেষ ডিভাইসের সাহায্যে তাঁরা ব্যবহারকারীদের ডেবিট কার্ড ক্লোন করতে পারে এবং সেই তথ্য দিয়ে টাকা হাতাতে পারে।

ত্রিপুরার ওই ব্যাংক গ্রাহকদের কাছ থেকে এই জাতীয় মোট ৪৫ টি অভিযোগ পেয়েছিল। আগরতলার বিভিন্ন এটিএম থেকে তাদের অর্থ বের করে নেওয়া হচ্ছিল, সোমবার জানিয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক দিব্যেন্দু চৌধুরী।

Advertisement
Advertisement