দিল্লী বিমান বন্দর থেকে মুকুল রায়ের শ্যালক সৃজনকে গ্রেপ্তার করা হয়েছে
Kolkata:
কলকাতা: বিজেপির নেতা মুকুল রায়ের এক আত্মীয় চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষদের ঠকিয়েছে, এই আরোপে পশ্চিমবঙ্গ পুলিশ সেই ব্যক্তিকে দিল্লী থেকে গ্রেপ্তার করেছে. তৃণমূল কংগ্রেসের সংসদ থাকা কালীন মুকুল রায় রেল মন্ত্রী ছিলেন. তিনি মন্ত্রী থাকা কালীনই সৃজন সম্পর্কে এই লোক ঠকানোর মামলা দায়ের করা হয়েছিল. পুলিশের এক অধিকারি জানিয়েছেন যে, 24 পরগনা পুলিশ গত রাতে দিল্লী বিমান বন্দর থেকে মুকুল রায়ের এই আত্মীয়কে গ্রেপ্তার করেছে. ছয় বছর আগে সৃজনের নাম যে মামলা করা হয়েছিল তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে.
পুলিশ জানিয়েছে যে, বহু লোককে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সৃজন তাদের কাছ থেকে টাকা নিত, সেই আরোপেই তাকে গ্রেপ্তার করা হয়েছে. সৃজনের বিরুদ্ধে ভারতীয় দন্ড সংহিতার ধারা 420 (লোক ঠকানো), 406 (অপরাধ মূলক বিশ্বাসঘাতকতা), 468 (প্রতারণা করা), 471 (নকল কাগজপত্রকে আসল বলে চালানো) সহ আরও ধারা অনুসারে মামলা করা হয়েছিল. আরোপীকে স্থানীয় আদালতে পেশ করা হয়েছে. সেখান থেকে সৃজনকে 12 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে. মুকুল রায় সম্পূর্ণ ঘটনাটিকেই তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন, তিনি বলেছেন মমতা ব্যানার্জি ও তাঁর দল তাঁকে উদ্দেশ্য করেই এই ষড়যন্ত্রের রচনা করেছেন.