বায়ু দূষণ রুখতে নয়া পদক্ষেপ করার পরিকল্পনা দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের।
রাজ্যে বায়ু দূষণ (Air Pollution) রুখতে নয়া পদক্ষেপ করার পরিকল্পনা দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা ডবলিউপিসিবি (WBPCB) পরিকল্পনা করেছে রাস্তার ধারের দোকানে গ্যাস সংযোগ দেওয়ার। যাতে তাঁরা কাঠকয়লা বা কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার না করেন। এর ফলে দূষণ নিয়ন্ত্রণ হবে। ডবলিউপিসিবি সচিব রাজেশ কুমার জানাচ্ছেন, তাঁরা পরিকল্পনা করছেন ওই দোকানদারদের পরিবেশ-বান্ধব এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এই পরিকল্পনা সফল করতে সাহায্য নেওয়া হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের। সোমবার এই বিষয়ে একটি বিবৃতি পেশ করার পর একথা জানিয়েছেন রাজেশ কুমার। তিনি এও জানান, এরপরও যদি হকাররা কঠিন জ্বালানি ব্যবহার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
রসগোল্লার আয়ু বাড়াতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজ্য সরকারের উদ্যোগ
‘এয়ার কোয়ালিটি অ্যাকশন প্ল্যান' অনুযায়ী, বায়ু দূষণের জন্য অন্যতম উপাদান আসে কয়লা বা কাঠের জ্বালানি থেকে। এই মতকে সমর্থন করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।
রাজেশ কুমার সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন ‘পরিবেশ' অ্যাপ ডাউনলোড করতে। এই অ্যাপের সহায়তায় নাগরিকরা আবর্জনাজনিত সমস্যা বা রাস্তাঘাটে বর্জ্য পোড়ানোর সমস্যার বিষয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।
পেঁয়াজের কেজি ২৬০ টাকা! অগ্নিমূল্যে চোখে জল, আমদানিই ভরসা
তিনি আরও বলেন, প্লাস্টিকের দৌরাত্ম্য কমাতেও তাঁরা চিন্তাভাবনা করছেন। দুধের প্যাকেট জাতীয় প্লাস্টিক বর্জ্য জমা দিলে স্বল্প মূল্যদানের মতো পরিকল্পনা তাঁদের রয়েছে বলে জানান তিনি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)