নিউ দিল্লি: রাজ্যের নাম বদলের দাবিতে রাজ্যসভায় সরব হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। পশ্চিমবঙ্গ (West Bengal) নাম পাল্টে বাংলা, ইংরাজি ও হিন্দিতে বাংলা (Bangla) করার দাবি তুললেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্যসভার মহাসচিবকে চিঠিও লিখেছেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Ray) । বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে তিনি জানান, গত বছরের জুলাইয়ে রাজ্যের নাম বদল নিয়ে বিল পাশ হয়েছে বিধানসভায়। সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Ray) বলেন, “২০১৮-এর জুলাইয়ে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাশ হয়, যে পশ্চিমবঙ্গ নাম পাল্টে বাংলা(Bangla) রাখা হবে, কিন্তু তারপর থেকে বিলটি এখনও কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন হয়ে পড়ে রয়েছে”। সাংবাদিকদের তিনি বলেন, এর অর্থ এই যে, বিলটি যেহেতু বকেয়া হয়ে কেন্দ্রের কাছে পড়ে রয়েছে, তার অর্থ, রাজ্যটির (West Bengal) নাম পরিবর্তন হোক, তা চায় না কেন্দ্র।
মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ব্যর্থতা'ই বাংলায় বিজেপির উত্থানের কারণ:অধীর চৌধুরী
সুখেন্দুশেখর রায়(Sukhendu Sekhar Ray) বলেন, “বাঙালিদের প্রকৃত পরিচয় ফিরিয়ে দিতে, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলটি কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারকে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি”। তিনি জানান, ২০১৪৭-এ বাংলা ভাগ হওয়ার পর, বাউন্ডারি কমিশন বা রাডক্লিফ কমিশনের রায় অনুযায়ী, বাংলার পূর্বজেলাটি পূর্ব পাকিস্তান হয়, যেটি পরে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হয়।
সুখেন্দু রায়(Sukhendu Sekhar Ray) আরও বলেন, “যেখানে, বঙ্গোপসাগরের উত্তরাংশে, হিমালয় থেকে যে অংশ পশ্চিমদিকে চলে গিয়েছে, দক্ষিণে সেটির নাম পশ্চিমবঙ্গ রাখা হয়, যদিও, সরকারিভাবে যা পূর্ব বাংলা, তার কোনও ভৌগলিক অঞ্চল নেই”।সুখেন্দু রায় আরও বলেন, “যেখানে, বঙ্গোপসাগরের উত্তরাংশে, হিমালয় থেকে যে অংশ পশ্চিমদিকে চলে গিয়েছে, দক্ষিণে সেটির নাম পশ্চিমবঙ্গ রাখা হয়, যদিও, সরকারিভাবে যা পূর্ব বাংলা, তার কোনও ভৌগলিক অঞ্চল নেই”। তিনি(Sukhendu Sekhar Ray) জানান, “১০০০ খ্রিস্টপূর্বাব্দে এই এলাকায় থাকা দ্রাবিডিয়ান উপজাতি ছিল, তারপর বঙ্গ থেকে বাংলা কথাটি বা অঞ্চলটির নাম এসেছে”।