West Bengal SI Result 2019: প্রকাশিত এস আই পরীক্ষার ফলাফল
নিউ দিল্লি: সাব ইন্সপেক্টর ও মহিলা সাব ইন্সপেক্টর পদের জন্য নেওয়া পরীক্ষার ফল প্রকাশ করল রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। ফলাফল জানা যাবে সংশ্লিষ্ট দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে। যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবার তাঁদের পার্সোনালিটি টেস্ট দিতে হবে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী ২২ জুলাই।
ওয়েস্ট বেঙ্গল এস আই পরীক্ষার ফলাফল ২০১৯: কীভাবে জানবেন?
প্রথম ধাপ: দেখুন অফিসিয়াল ওয়েবসাইট WBPRB: wbpolice.gov.in
দ্বিতীয় ধাপ: রেজাল্টে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: প্রযোজনীয় তথ্য দিন।
চতুর্থ ধাপ: এবার রেজাল্ট জানুন।
WB Police SI Result 2019: Direct Link
বাছাই করা প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে সংশ্লিষ্ট দফতরের অফিসে। ঠিকানা-- অরক্ষ ভবন (৫ম তল), ব্লক - ডিজে, সেক্টর - ২, সল্টলেক সিটি, কলকাতা - ৭০০০৯১।
প্রার্থীরা কল লেটার পাবেন ১১ জুলাই, বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। বোর্ডের থেকে এসএমএসের মাধ্যমেও জানানো হবে প্রার্থীদের।