This Article is From Oct 29, 2019

রাজ্যে হাতির হানায় মৃত ৩ জন, উঠল ক্ষতিপূরণের দাবি

Jalpaiguri: স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে হাতির আক্রমণে মৃতের আত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ওই এলাকায় বিক্ষোভ সমাবেশ করে

Advertisement
Kolkata Edited by (with inputs from PTI)

হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের (প্রতীকি ছবি)

জলপাইগুড়ি:

মহাকালের কোপে পড়ে অকালে প্রাণ হারাতে হল ৩ জনকে। রাজ্যের (West Bengal) জলপাইগুড়ি জেলায় পৃথক ঘটনায় হাতির (elephant) হানায় ওই ৩ জনের (3 persons died) মৃত্যু হয় বলে মঙ্গলবার জানিয়েছেন বন দফতরের এক আধিকারিক। জানা গেছে, দুটি ঘটনাই জলপাইগুড়ি সংলগ্ন রামসাই এলাকায় ঘটেছে। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার গরুমারা জাতীয় উদ্যানের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জন্মেজয় পাল বলেন, "যাদবপুর চা বাগানের কাছে হাতির হানায় গাওনা ওরাওন ও তাঁর স্ত্রী কুমারী ওরাওনকে প্রাণ হারাতে হয়েছে, অন্যদিকে কালামতি এলাকায় পাচিদ্রামস এলাকায় দাঁতালের আক্রমণে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তির। ওই মৃত ব্য়ক্তিকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি" । এসিএফ জানিয়েছে, হাতির হানায় মৃত দম্পতির চার, ছয় এবং আট বছর বয়সী তিনটি বাচ্চা রয়েছে। বাবা-মায়ের মৃত্যুতে তাঁরা অনাথ হয়ে গেল। 

রাস্তায় বেরোলেই এই হাতি ‘রাজা'কে ঘিরে রাখে সেনা, কেন সে বিখ্যাত?

এদিকে, স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে হাতির আক্রমণে মৃতের আত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ওই এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। বন দফতর সূত্র মারফৎ খবর, পরে এসিএফ তাঁদের র ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ায় তাঁরা ওই প্রতিবাদ বিক্ষোভ বন্ধ করে দেয়।

Advertisement

জলে ডুবছে মানুষ, প্রাণ বাঁচাতে এগিয়ে এল হস্তিশাবক! দেখুন মন ভালো করা ভিডিও

তবে যেভাবে প্রায় সময়েই উত্তরবঙ্গে হাতির হানায় সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে তাতে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়ছে। অনেকেই বলছেন, বন জঙ্গল অতি দ্রুত ধ্বংস হওয়ায় লোকালয়ের কাছাকাছি চলে আসছে হাতিরা। টান পড়ছে তাদের খাবারের জোগানেও। সে কারণেও খাদ্যের খোঁজে যখন তখন চা বাগানের আশেপাশে চলে আসছে তারা যা যথেষ্টই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বন দফতরের কাছে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement