Read in English
This Article is From Jan 07, 2020

দুটি নতুন জেলা পাচ্ছে পশ্চিমবঙ্গ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকা আর উত্তর ২৪ পরগণার বসিরহাটকে প্রশাসনিক জেলা হিসেবে তুলে ধরা হবে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

এখন পশ্চিমবঙ্গে মোট ২৩টি জেলা।

Highlights

  • দুটি নতুন জেলা পাচ্ছে পশ্চিমবঙ্গ।
  • মঙ্গলবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বসিরহাট আর দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন হচ্ছে নতুন দুই প্রসাসনিক জেলা।
পাথরপ্রতিমা:

নতুন দু'টি প্রশাসনিক জেলা পাচ্ছে পশ্চিমবঙ্গ। সুন্দরবন আর বসিরহাট; এই দুটিকে জেলা হিসেবে অন্তর্ভুক্তির কথা মঙ্গলবার ঘোষণা করেন মমতা বন্দোপাধ্যায়। এখন পশ্চিমবঙ্গে মোট ২৩টি জেলা। এরপর দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকা আর উত্তর ২৪ পরগণার বসিরহাটকে প্রশাসনিক জেলা হিসেবে তুলে ধরা হবে। এই ঘোষণা করে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, "নতুন দুটি জেলা অন্তর্ভুক্ত হলে, সেই এলাকার মানুষদের আর সরকারি কাজের জন্য বেশি দূর আসতে হবে না। আমরা সুন্দরবন আর বসিরহাটকে প্রশাসনিক জেলা বানাবো। আমরা এর জন্য কাজ করছি।" জানা গিয়েছে এই দুটি জেলা আপাতত পুলিশ জেলা হিসেবে নথিভুক্ত। 

‘‘আমি আপন‌াদের পাহারাদার, আপনাদের দিন ও রাত পাহারা দেব'': মুখ্যমন্ত্রী

পাথরপ্রতিমার একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলে দক্ষিণ ২৪ পরগণার প্রায় ২০ লক্ষ মানুষ বিপর্যস্ত। সাত লক্ষ কৃষকের খেত ক্ষতিগ্রস্ত। তিন লক্ষ বাড়ি আর ৮০০ মেট্রিক টন ফসল ক্ষতিগ্রস্ত। তিনি বলেছেন, "রাতের দিকে আর বুলুবুল  পরবর্তী পরিস্থিতিতে আমি আকাশপথে গোটা বিষয়টা তদারকি করেছি। যথাসম্ভব ত্রাণ বিলি ও পুনর্গঠনের কাজ করেছি। কিন্তু কেন্দ্র আমাদের কোনও সাহায্য করেনি"। 

  .  
Advertisement
Advertisement