West Bengal: বাঁকুড়া এবং কোচবিহার রাজ্যের মধ্যে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে, বলেন মুখ্যমন্ত্রী
হাইলাইটস
- ১০০ দিনের কাজে ফের দেশের মধ্যে সেরা হল পশ্চিমবঙ্গ
- ফেসবুকে রাজ্যবাসীকে এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- এই প্রকল্পের পিছনে থাকা সরকারি আধিকারিকদেরও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী
কলকাতা: দেশের মধ্যে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ, গর্বিত স্বরে রাজ্যবাসীকে এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ১০০ দিনের কাজে (100-day work programme) রাজ্য (West Bengal) গোটা দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। গ্রামীণ প্রকল্প এবং এই কাজের বাস্তবায়নে রাজ্যের মধ্যে আবার সেরা হয়েছে বাঁকুড়া জেলা। পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহার। শনিবার ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, "আপনাদের সবার সঙ্গে এই খবরটি ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি যে পশ্চিমবঙ্গ জাতীয় পুরস্কার পেয়েছে। ভারত সরকারের পল্লী উন্নয়ন মন্ত্রকের ঘোষণাপত্র অনুযায়ী, জীবিকা নির্বাহের জন্য এবং তার রূপান্তরকরণের জন্য ১০০ দিনের কাজে এ রাজ্যের কর্মসূচি প্রথম পুরস্কার জিতে নিয়েছে"।
বাংলায় এনআরসি বা নাগরিকত্ব আইন কোনটাই হবে না, উত্তেজনা ছড়াবেন না: মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "বাঁকুড়া এবং কোচবিহার জেলা সর্বভারতীয় হিসাবে প্রথম এবং দ্বিতীয় সেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েতও সেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে।"
বাংলাই বিনিয়োগের আদর্শ স্থান, বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য, জেলা, গ্রাম পঞ্চায়েত সহ সর্বস্তরের কর্মীদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী কাজের ফল এটি"। তিনি এই সাফল্যের জন্যে সরকারি কর্মীদের অভিনন্দন জানান।
এই নিয়ে পরপর তিনবার দেশের সেরা হল পশ্চিমবঙ্গ। এই সাফল্যে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানেই থেমে গেলে চলবে না, আরও ভাল কাজ করতে হবে ৷ মানুষকে আরও ভাল পরিষেবা প্রতিটি মুহূর্তে দিতে হবে ৷
দেখে নিন এই ভিডিও: