This Article is From Nov 03, 2019

মদের টাকা চাওয়ায় জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল প্রৌঢ়াকে: সূত্র

চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবীর জানিয়েছেন, মদের টাকা চাওয়া মাত্র অভিুক্ত সঞ্জয় রাজবংশী লোহার রড দিয়ে বেধড়ক মারতে থাকে প্রৌঢ়া লক্ষ্মী কর্মকারকে।

মদের টাকা চাওয়ায় জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল প্রৌঢ়াকে: সূত্র

গ্রেফতার অভিযুক্ত (প্রতীকী ছবি)

চুঁচুড়া:

তাঁর অপরাধ, মদ্যপানের জন্য টাকা চেয়েছিলেন তিনি। অভিযোগ, সেই অপরাধে ৫২ বছরের এক প্রৌঢ়াকে (52-year-old woman) জীবন্ত জ্বালিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটল হুগলির (Hooghly) লোহাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন অঞ্চলে। খবর, ওখানকারই এক ব্যক্তির কাছে মদ খাওয়ার জন্য টাকা চান তিনি। শনিবার পুলিশ জানিয়েছে, এরপরেই ওই প্রৌঢ়াকে বেধড়ক মারধর করতে শুরু করে অভিযুক্ত। তারপরেই জীবন্ত জ্বালিয়ে দেয় তাঁকে।  

বউ কেন বাপের বাড়িতে! রেগে শালীর ছেলেকে কোপাল উন্মত্ত স্বামী!

ঠিক কী ঘটেছিল শুক্রবার? চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবীর জানিয়েছেন, মদের টাকা চাওয়া মাত্র অভিুক্ত সঞ্জয় রাজবংশী লোহার রড দিয়ে বেধড়ক মারতে থাকে প্রৌঢ়া লক্ষ্মী কর্মকারকে। মারের চোটে আক্রান্ত বেহুঁশ হয়ে পড়লে তখনই তার গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয় সঞ্জয়।

জলপাইগুড়িতে অবৈধ বালি খাদানে পড়ে ১০ বছরের বালকের মৃত্যু

প্রশাসন আরও জানিয়েছে, এর আগে লক্ষ্মী নাকি সবার সামনে অপমান করেছিলেন সঞ্জয়ের মাকে। এবং কালীপুজোর দিনও একই ভাবে নাকি মদের টাকা চেয়ে উত্যক্ত করেন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

.