কুলগামে জঙ্গি হানায় নিহত শ্রমিকদের মৃত্যুর বিশদ তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: কাশ্মীরের কুলগামে (Kashmir's Kulgam) জঙ্গি হানায় (Terrorist Attack) নিহত মুর্শিদাবাদের শ্রমিকদের মৃত্যুর আরও বিশদ তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করলেন, ওই শ্রমিকদের হত্যা ‘‘পূর্ব পরিকল্পিত ও নৃশংস''। মঙ্গলবার সন্ধেয় কুলগামে জঙ্গিরা গুলি করে হত্যা করে পাঁচজন শ্রমিককে। সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমাদের কর্মীরা যাঁরা ওখানে গিয়েছিলেন তাঁরা চাকরির সন্ধানে গিয়েছিলেন। ওঁরা ফেরার প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। কিন্তু যেভাবে তাঁদের নৃশংস ভাবে হত্যা করা হল তা ভয়ঙ্কর। আমি মনে করি এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।'' মুখ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেছেন, কী করে এই পরিস্থিতিতে এমন ঘটনা ঘটল ওই রাজ্যে যখন ওখানে কোনও রাজনৈতিক সক্রিয়তা নেই, সংবাদমাধ্যম স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছে না এমনকী সাংসদদেরও সেখানে যাওয়ার অনুমতি নেই।
ইউরোপিয় সাংসদদের সফর ছিল “সপরিবারে ভ্রমণের” মতো, জানাল সরকার
তিনি বলেন, ‘‘এখন ওখানে কোনও রাজনৈতিক সক্রিয়তা নেই। সংবাদমাধ্যম স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছে না। সাংসদরা ওখানে যেতে পারছেন না। তাহলে কিছু মানুষ যাঁরা চাকরির জন্য ওখানে গিয়েছিলেন এবং ফেরার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন তাঁদের খুন হতে হল কেন?''
এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন কাশ্মীর পরিদর্শনে আসার সময়ই এই ঘটনা ঘটল। তিনি বলেন, ‘‘তাঁরাও এই ঘটনাকে পছন্দ করছে না। এর ফলে দেশের নাম খারাপ হচ্ছে। যা হয়েছে তা ঠিক হয়নি। এর বিশদ তদন্ত হওয়া দরকার।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)