This Article is From Nov 11, 2018

রাজ্যের ৯৪ শতাংশ শিশুই সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্নঃ মমতা

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বললেন, পশ্চিমবঙ্গের ৯৪ শতাংশ শিশুর মধ্যেই সম্পূর্ণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে।

রাজ্যের ৯৪ শতাংশ শিশুই সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্নঃ মমতা
কলকাতা:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বললেন, পশ্চিমবঙ্গের ৯৪ শতাংশ শিশুর মধ্যেই সম্পূর্ণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। বিশ্ব রোগ প্রতিরোধ দিবসে একটি টুইট করে মমতা জানান, সুস্বাস্থ্য তৈরি করতে এবং একটি স্বাস্থ্যকর জীবন যাপন করতে ঠিক কতটা প্রয়োজন শরীরের ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতাকে সম্যকভাবে গড়ে তোলা।

“আজ বিশ্ব রোগ প্রতিরোধ দিবস। সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন টীকাকরণ প্রক্রিয়ার সাহায্যে আমাদের শরীরের ভিতর অতি নিখুঁতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা এই তথ্যটি জেনে খুশি হবেন, আমাদের রাজ্যে এই মুহূর্তে ৯৪ শতাংশ শিশু নিজেদের শরীরে এই টীকাকরণ প্রক্রিয়ার সাহায্যে সম্পূর্ণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে”, টুইটারে পোস্ট করেন মমতা।  

.