This Article is From Sep 21, 2018

বাংলায় ইঞ্জিনিয়ারিং করা কিরণই আজ ইউটিউব শাসন করে

ইউটিউবে বর্তমানে তাঁর সাবস্ক্রাইবার পাঁচ লক্ষ মানুষ। বাংলা পুরনো সিনেমা নিয়ে তাঁর সিরিজ ‘এ কেমন সিনেমা’র প্রতিটি পর্বের জন্য অপেক্ষা করে থাকেন বিশাল সংখ্যক অনুরাগী।

বাংলায় ইঞ্জিনিয়ারিং করা কিরণই আজ ইউটিউব শাসন করে

The Bong Guy Kiran: ইউটিউব থেকে ফেসবুক তার ভিডিও মানেই এক কথায় ভাইরাল

কলকাতা:

স্কুলের বরাবরের ভালো ছাত্র…নিজের ব্লক থেকে মাধ্যমিকে প্রথম, উচ্চমাধ্যমিকে দ্বিতীয়! এমন পড়ুয়ার কথা মনে হলেই চোখের সামনে ‘ডাক্তার’ ‘ইঞ্জিনিয়ার’ ‘গবেষক’- সার দিয়ে ভাসতে থাকে ভবিষ্যৎ জীবিকা। এহেন ছাত্র যদি ইঞ্জিনিয়ারিং ছেড়ে পশ্চিমবঙ্গের প্রথম ইউটিউবার হয়ে ওঠে তবে? সিনেমা সিনেমা গন্ধ পেলেও আসলে বাস্তব এই সফর। আর পথিক এই বাংলার প্রথম ইউটিউবার (Youtuber) কিরণ দত্ত (Kiran Dutta), ‘বং গাই’ (Bong Guy) বললেই এক ডাকে লোকে চেনে যাকে।

সম্প্রতি ‘জোশ টক’ (Josh Talk) আয়োজিত একটি শো’তে নিজের এই সফরের কথাই বলেছেন কিরণ। জানিয়েছেন নিজের ইচ্ছাতেই ইঞ্জিনিয়ারিং পড়া, আবার নিজের কাজ ভালোবেসেই এই পেশা থেকে সরিয়েও রাখা নিজেকে। “বাবা মায়ের চাপে যে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি তা নয়, নিজেই চেয়েছিলাম পড়তে। কিন্তু পড়া শুরুর পরে বুঝলাম এ আমার জন্য নয়। মাধ্যমিকে ব্লকের সেরা হয়েও তখন অঙ্কে ফেল করি। আমি কোনও দিনই সফল ইঞ্জিনিয়ার হতে পারব না” এনডিটিভিকে জানান কিরণ। ইউটিউবার শব্দটার সঙ্গে হিন্দিভাষীরা অল্পবিস্তর পরিচিত হলেও বাংলায় এই ধরণের পেশা কেউই কোনওদিন ভাবেননি। কিরণ ভাবলেন কেন?

গল্প লিখতে ভালোবাসতেন, লিখেওছেন। নিজের গল্প নিয়ে ওয়েব সিরিজ বানাতে চেয়ে বহু প্রযোজকের দরজাতেও ঘুরেছেন। কিরণের কথায়, “আমি দেখলাম বাইরে কারোর হাতে দিলে সেটা আর আমার কাজ থাকছে না। ইউটিউব এমন এক মাধ্যম যাতে কোনও বিধিনিষেধ নেই। আমি নিজস্বতাকে ঠিক তেমন করেই মানুষের কাছে পৌঁছাতে পারব যেমন করে আমি চাই। তারপর থেকেই শুরু আমার কাজ”। ইউটিউবে বর্তমানে তাঁর সাবস্ক্রাইবার পাঁচ লক্ষ মানুষ। বাংলা পুরনো সিনেমা নিয়ে তাঁর সিরিজ ‘এ কেমন সিনেমা’র প্রতিটি পর্বের জন্য অপেক্ষা করে থাকেন বিশাল সংখ্যক অনুরাগী। “আমি দেখেছিলাম হিন্দিতে যারা ইউটিউবার রয়েছেন তাঁরা তাঁদের ভাষার বিষয়েই কাজ করছেন স্বাভাবিকভাবেই। আমিও বাংলা নিয়েই কাজ করতে চাই, কারণ তাতে বাংলার মানুষের কাছ পৌঁছানো সহজ হবে। বহু দিন আগের কিছু অদ্ভুত বাংলা সিনেমা মা বসে দেখত, আমিও বসে দেখতাম। সেখান থেকেই আমার এই সিরিজের চিন্তা”, বলেন বংগাই। এখন সিনেমা দেখতে হলেই খাতা পেন নিয়ে বসে পড়েন তিনি।

 

সবাই যেখানে গতানুগতিক পেশার নিরাপত্তা ছেড়ে বেরোতে চান না সেখানে এমন কাজ যা কোনও দিন বাংলায় কেউ ভাবেই নি, তেমন চিন্তা করতে বিশেষ দ্বন্দ্ব পোহাতে হয়নি কিরণকে। নিজের সৃজনশীলতা থাকলে নেশাকেই পেশা করা যায় তা দেখিয়েই দিয়েছেন তিনি। আগামী অন্তত দশ পনেরো বছর চুটিয়ে ইউটিউবার হয়েই থাকতে চান কিরণ। তবে অবশ্যই তাঁর ভিডিওর বিষয় বদলাবে, বদলাবে বিষয় উপস্থাপনার ধারাও। বাংলা সিনেমার একালের জনপ্রিয় নায়ক দেবের (Dev) সিনেমা নিয়েও ‘এ কেমন সিনেমা’য় কাজ রয়েছে তাঁর। সেই দেবের সঙ্গেই একটি কাজ করতে ডাক পেয়েছেন কিরণ। এত খিল্লি করার পরেও দেব ভরসা করেছেন? “দেব ভিডিও দেখেছেন, তাঁর অফিস থেকে আমার কাছে ফোনও আসে। খুব মজা হিসেবেই বিষয়টিকে দেখেছেন, কাজও করতে চেয়েছেন” জানান কিরণ।

যদি ইচ্ছা থাকে ভরপুর, আর পর্যাপ্ত আত্মবিশ্বাস তবে ইঞ্জিনিয়ারিং এর মতো সুখের পেশার হাতছানিও যে সহজেই এড়ানো যায় তাঁর উদাহরণ কিরণ। মাধ্যমিকের নম্বর, অঙ্কে ফেল কোনওটাই পরিচয় নয়। পরিচয় পশ্চিমবাংলার প্রথম ইউটিউবার, পরিচয় ‘বংগাই’।  

Click for more trending news


.