This Article is From Jul 12, 2019

উইকএন্ডে ইলিউশন বিভ্রমে মজেছে নেটপাড়া, বৃত্তের রং বুঝতে পারছেন?

এবার রঙের ধাঁধাঁয় মেতেছে নেটপাড়া। সদ্যই এক মজার অপটিক্যাল ইলিউশন আপলোড হয়েছে টুইটারে।

উইকএন্ডে ইলিউশন বিভ্রমে মজেছে নেটপাড়া, বৃত্তের রং বুঝতে পারছেন?

'Confetti Illusion': চোখে ধাঁধাঁ ধরাতে বাধ্য

ধাঁধা সব্বার পছন্দ। এবার রঙের ধাঁধাঁয় মেতেছে নেটপাড়া। সদ্যই এক মজার অপটিক্যাল ইলিউশন (optical illusion) আপলোড হয়েছে টুইটারে। কনফেট্টি ইলিউশন ('Confetti' illusion) নামে পরিচিত এই ধাঁধাঁয় কয়েকটি রঙিন বৃত্ত আছে। কিন্তু দৃষ্টিবিভ্রমের ফলে, আপনাকে বার দুয়েক দেখতে হবে, কোন বৃত্ত কোন রঙে রঙিন! ধাঁধাঁর সৃষ্টিকর্তা ডেভিক নভিক (David Novick) পেশায় কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তির ইঞ্জিনিয়ার। ধাঁধাঁ বলছে, ১২টি বৃত্ত (12 circles) রয়েছে মাল্টিকালার স্ট্রাইপড আয়তক্ষেত্রে (multi-coloured horizontal)।

ঝট করে দেখে নিন ধাঁধাঁটি। এক ঝলকে দেখলে মনে হবে, আরে! এখানে তো মাত্র সবুজ, লাল আর পার্পেল রঙের বৃত্ত রয়েছে। ভালো করে দেখলে বুঝবেন, আসলে হালকা বাদামি রঙের ১২টি বৃত্ত আছে এখানে।  

মজার এই ধাঁধাঁ নিয়ে নোভিকের মন্তব্য, অপটিক্যাল ধাঁধাঁর মজা এটাই। প্রথমবার দেখে মনে হবে সবার, তিনটি রঙের মোট ১২টি বৃত্ত রয়েছে। ভালো করে দেখলে বোঝা যাবে, আসলে ১২টি বৃত্তই এক রঙের। সব কটিই হাল্কা বাদামি।  

ধোঁকা খেলেন তো? এবার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না? এটাই তো অপটিক্যাল ইলিউশন ধাঁধাঁর মজা:

আপনি যদি এই ধাঁধাঁ তৈরির রহস্য জানতে চান তাহলে দেখে নিন টুইটার:

ভাবছেন তো, তাহলে বাদামি বলকে কেন রঙিন মনে হল?  এসওয়াইএফওয়াই. কমের দাবি, একে বলে মাঙ্কার হোয়াইট ইলিউশন। তার জন্যেই রঙিন লাগে মনে হয় সবকিছু।  

Click for more trending news


.