১৯৮৪ সালে ইন্দিরা গান্ধির সঙ্গে কথা বলেন মহাকাশচারী রাকেশ শর্মা।
হাইলাইটস
- ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা
- সেই ঘটনার ৩৬ বছর পূর্ণ হল বৃহস্পতিবার
- রাকেশ শর্মা মহাকাশে সাত দিন ২১ ঘণ্টা ও ৪০ মিনিট কাটিয়েছিলেন
১৯৮৪ সালের ২ এপ্রিল ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা (Rakesh Sharma)। তৈরি হয়েছিল ইতিহাস। সোভিয়েত ইউনিয়নের সুয়াজ টি-১১-এর অংশ ছিলেন রাকেশ। আজ থেকে ৩৬ বছর আগে ওই মহাকাশযান উৎক্ষিপ্ত হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তেকে স্মরণে রেখে ‘মহারাষ্ট্র ইনফরমেশন সেন্টার'-এর ডেপুটি ডিরেক্টর দয়ানন্দ কুম্বলে একটি টুইট করেন। সেই টুইটে তিনি সকলকে মনে করিয়ে দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (Indira Gandhi) ও রাকেশ শর্মার মধ্যে হওয়া ঐতিহাসিক কথোপকথনকেও। এক যুগ্ম টেলিভিশন কনফারেন্সে তাঁদের কথা হয়েছিল। রাশিয়ার প্রতিনিধিরাও সেই কনফারেন্সে ছিলেন।
ইন্দিরা গান্ধির সঙ্গে রাকেশ শর্মার কথোপকথন আজও স্মরণীয় হয়ে রয়েছে রাকেশ শর্মার বুদ্ধিদীপ্ত উত্তরের জন্য। তাঁকে ইন্দিরা গান্ধি প্রশ্ন করেছিলেন, ‘‘ভারতকে মহাকাশ থেকে কেমন লাগছে?''
হাড্ডাহাড্ডি লড়াই দুই বাঘে, ভিডিও দেখে আতঙ্কিত নেটবিশ্ব, জিতল কে?
রাকেশ শর্মা সেই প্রশ্নের উত্তরে কবি ইকবালের অবিস্মরণীয় সেই পঙক্তিকে উচ্চারণ করে জানিয়েছিলেন, ‘‘সারে জাঁহা সে আচ্ছা।''
দেখে নিন রাকেশ শর্মা ও ইন্দিরা গান্ধির সেই ঐতিহাসিক কথোপকথন:
এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখা হয়েছে ৫৩,০০০ বার। বহু কমেন্টও জমা পড়েছে টুইটটির নীচে।
রাকেশ শর্মা মহাকাশে সাত দিন ২১ ঘণ্টা ও ৪০ মিনিট কাটিয়েছিলেন। ইসরো ও রাশিয়ার মহাকাশ সংস্থার যুগ্ম অভিযানের শরিক হয়ে তিনি মহাকাশে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন রাশিয়ার সহ-নভোচররা।
Click for more
trending news