অমর্ত্য সেন জানান, ধর্মকে ব্যবহার করে এভাবে বৈষম্য সৃষ্টি করা কখনও গ্রহণীয় নয়।
বেঙ্গালুরু: সংশোধিত নাগরিকত্ব আইনকে (CAA) বাতিল করা উচিত সুপ্রিম কোর্টের (Supreme Court)। এভাবেই বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে তাঁর মতামত জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ‘ইনফোসিস প্রাইজ ২০১৯'-এ এসে একথা বলেন তিনি। তিনি জানান, ‘‘সিএএ আইন যেটি পাস হয়েছে, আমার মতে তা অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করা উচিত সুপ্রিম কোর্টের।'' তাঁর মতে, এভাবে ধর্মীয় পার্থক্য অনুসারে মানবাধিকার সম্পর্কিত নাগরিকত্ব দেওয়া যায় না। তিনি বলেন, নাগরিকত্ব নিরূপন করতে যা দরকার, তা হল সেই ব্যক্তি কোথায় জন্মেছেন এবং কোথায় তিনি বসবাস করেন।
অমর্ত্য সেন জানান, ধর্মকে ব্যবহার করে এভাবে বৈষম্য সৃষ্টি করা কখনও গ্রহণীয় নয়। এটি সংবিধানের ভাবধারাকে লঙ্ঘন করছে বলে জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ।
তবে পড়শি দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘুদের প্রতি সমবেদনা দেখানো উচিত বলে তিনি মনে করেন বলে জানান অমর্ত্য সেন। তবে তিনি জানান, ধর্ম ব্যতিরেকে সমস্ত নিপীড়িত মানুষের বিষয়েই এটা করা উচিত। ধর্মীয় নিপীড়নের পাশাপাশি অন্যান্য ইস্যুগুলির দিকেও নজর দেওয়া উচিত বলে জানান তিনি।
রবিবার দিল্লির জেএনইউয়ে হওয়া হামলার বিষয়েও মুখ খোলেন অমর্ত্য সেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে যোগাযোগের বিলম্ব হওয়ার ফলেই পড়ুয়াদের নিগ্রহের শিকার হতে হল।