এই ঘটনার ফলে শহরের লাগার্ডিয়া বিমানবন্দরের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
হাইলাইটস
- নীল আভায় ভরে গিয়েছিল শহরের আকাশ
- ঘটনার ফলে শহরের বিমানবন্দরের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল
- সোশ্যাল মিডিয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ভরে গেছে
নিউ ইয়র্ক: কল্পবিজ্ঞানের ছবির মতো নিউ ইয়র্কের আকাশে নীল আভা দেখা গেল। যা দেখে উচ্ছ্বসিত জনগণ সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিল। এই ঘটনার ফলে শহরের লাগার্ডিয়া বিমানবন্দরের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
নিউ ইয়র্কের পুলিশ প্রশাসন জানিয়েছে, ইউএস-এর বিশিষ্ট এনার্জি সরবরাহকারী কোম্পানি কনসলিডেটেড এডিসন পরিচালিত একটা ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেছে।
কন এডিসনের তরফেও তাদের যন্ত্রপাতিতে আগুন লাগার ঘটনাকে নিশ্চিত করা হয়েছে।
শহরের কাউন্সিলের মুখপাত্রও টুইট করে জানিয়েছেন শহরের বিমানবন্দর একই কারণে সাময়িকভাবে বন্ধ ছিল।
সোশ্যাল মিডিয়া বিশেষত টুইটার ও ফেসবুকে ছেয়ে যায় বিভিন্ন ছবি ও ভিডিও।
ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।