This Article is From May 26, 2018

বাদ্যযন্ত্রের দোকানের মালিকের 10 বছর আগেকার পরোপকারিতা জিতে নিল সবার মন

এই চিঠিটি জাক্স স্বয়ং রেডিটে শেয়ার করেন 2 দিন আগে, যেটি তিনি খুঁজে পেয়েছেন

বাদ্যযন্ত্রের দোকানের মালিকের 10 বছর আগেকার পরোপকারিতা জিতে নিল সবার মন

সেন্টারের মালিক লেখেন মা কে যার সামর্থ ছিল না তাঁর ছেলের ভেঁপুর ভাড়া মেটানোর।

ফ্লোরিডায় একটি সংগীতের দোকানের মালিক ভাইরাল হলেন 10 বছর আগের করা পরোপকারের জন্য। একটি বিখ্যাত ওয়েবসাইট রেডিট পোস্ট করে 2009 সালের একটি চিঠি যেটি আলেগ্রো মিউজিক সেন্টারের মালিক লেখেন মাকে যার সামর্থ ছিল না তাঁর ছেলের ভেঁপুর ভাড়া মেটানোর।

"আমি সিদ্ধান্ত নিয়েছি জোক্সের থেকে আমি আর ভেঁপুর ভাড়া নেবনা। আপনাকে আর ভেঁপুর জন্য কোনো টাকা দিতে হবে না। এটা তোমার, তুমি বাজিও," লেখেন জেমস জোন্স, আলেগ্রো মিউজিক সেন্টারের মালিক।

এই চিঠিটি জাক্স স্বয়ং রেডিটে শেয়ার করেন 2 দিন আগে, যেটি তিনি খুঁজে পেয়েছেন।
 
Found an old letter sent to my Mother who was struggling to make payments on my trumpet. from r/pics


জাক্স লেখেন, আমার কোনো ধারণা ছিলনা আমার মা অর্থনৈতিক এত লড়াই করছিলেন,"। এদিকে বি বি সি বলে,  চিঠি টি লেখার সময় তাঁর 13 বছর বয়স ছিল, "আমি সত্যি সমর্থন করি উনি যা করেছেন। উনি আমার চোখে একজন বীর," জাক্স বলেন।

জোন্স বাবু 1981 সালে আলেগ্রো মিউজিক সেন্টার খোলেন। বি বি সি কে উনি বলেন ওনার মস্তিকে এখন তাঁর কাছে চিঠিটা লেখার কারন স্পষ্ট।

"এটি হয় একটি আর্থিক টানাপোড়েনের সময়, ওনার মায়ের শরীর খারাপ ছিল এবং সদ্য চাকরি চলে গেছিল। আমি চাইনি ওই ছাত্র টি পিছিয়ে পড়ুক শুধু মাত্র আর্থিক কারণের জন্য," উনি বলেন।

এই চিঠি টি 1.8 লক্ষ বার ভোট পান রেডিটে এবং অনেকেই জোন্সের দয়ালু স্বভাবের জন্য তাঁর প্রশংসা করেন।


 Click for more trending news


.