This Article is From Apr 19, 2020

যে ২৫টি কৌশল জানলে আরও বেশি করে হোয়াটসঅ্যাপ-বান্ধব হয়ে উঠবেন

বিশ্বব্যাপী জনপ্রিয় ই-বার্তা চালাচালির ডিজিটাল মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। এই গ্রহের প্রায় ১.৫ মিলিয়ন গ্রাহক এই মাধ্যমে কথা-বার্তা চালাচালি করে থাকেন

হাইলাইটস

  • হোয়াটসঅ্যাপের কিছু বৈশিষ্ট্য আপনাকে জানতেই হবে
  • প্রায় ১০ বছর এই অ্যাপস চালু হয়েছে। তারপর ধীরে ধীরে জুড়েছে বৈশিষ্ট্যগুলো
  • বিশ্বের জনপ্রিয় ই-চ্যাট অ্যাপ এই হোয়াটসঅ্যাপ

বিশ্বব্যাপী জনপ্রিয় ই-বার্তা চালাচালির ডিজিটাল মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ (WhatsAPP)। এই গ্রহের প্রায় ১.৫ মিলিয়ন গ্রাহক এই মাধ্যমে কথা-বার্তা চালাচালি করে থাকেন। যত দিন গড়িয়েছে গ্রাহক স্বার্থে নতুন-নতুন বৈশিষ্ট্য  যোগ করা হয়েছে এই মেসেজিং অ্যাপে। ফলে এত বৈশিষ্ট্যের ভিড়ে আপনার কোনটা জরুরি খুঁজে পেতে হিমশিম খেতে হয়। তাই ভিডিওর মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় কয়েকটা বৈশিষ্ট্যর ব্যবহার তুলে ধরা হল। প্রাযুক্তিক অজ্ঞতার ভিড়ে অনেক বৈশিষ্ট্য ঘাপটি মেরে থাকে, যে গুলো আমরা জানতেই পারি না। সেই ঘাপটি মেরে থাকা বৈশিষ্ট্য খুঁজতে আর মুছে দেওয়া বার্তা ফের দেখার মতো কিছু কৌশলও  এই ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এমন ২৫টি কৌশল সম্বন্ধে আপনি জেনে গেলেই অনেকের থেকে বেশি হোয়াটসঅ্যাপ-বান্ধব হয়ে উঠবেন আপনি। 

পাশাপাশি দিন দিন হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া নিত্যনতুন ফিচার্স সম্বন্ধেও জানতে পারবেন আপনি। 

দেখে নিতে পারেন এই ভিডিওটি: 

এবার দেখে নিন হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কিছু টিপস আর কৌশল: 

সেরা টিপস আর কৌশল:

১. নম্বর সেভ না করেও কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন--  

নম্বর সেভ না করে ম্যাসেজ পাঠানোটা একটা বিরক্তির কারণ। ছোট একটা মেসেজের জন্য আবার সেভ করতে হয় নম্বর। এই প্রক্রিয়া এড়াতে কী করতে পারেন, দেখে নিন: 

২. হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার:  

আপনি নিজের অবস্থান জানাতে হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করার ফিচার্স আছে। বন্ধুদের জমায়েত কিংবা বাড়িতে খবর পাঠানো, এই ফিচার্স আপনাকে গাইডের মতো সাহায্য করবে। দেখে নিন কীভাবে ব্যবহার করবেন সেই ফিচার্স। 

৩. হোয়াটসঅ্যাপে আপনার লেখাগুলো কীভাবে বোল্ড, আন্ডারলাইন আর ইটালিসাইজ করবেন

অনেক সময় শুধু লিখে পাঠিয়ে দেওয়ার মধ্যে বিনোদন থাকে না। তাই যাকে বার্তা পাঠাচ্ছেন তাঁর সঙ্গে একটু খুনসুটি করতে কিংবা অফিসকে কোনও বিষয়ে জানাতে হলে সেই লেখা ফরম্যাটিং আপনি করতেই পারেন। কীভাবে আপনার অ্যান্ড্রয়েড আর আই ফোনে সেই কাজ করবেন দেখে নিন

৪. হোয়াটসঅ্যাপে কী করে কোনও নম্বরকে ব্লক করবেন

কারও সঙ্গে যোগাযোগ কমাতে বা নিজেকে তাঁর থেকে সরিয়ে নিতে  হোয়াটসঅ্যাপে ব্লক অপশন দেওয়া। এই অপশন সক্রিয় করলে, বিশেষ কোনও নম্বর আপনার  হোয়াটসঅ্যাপের গতিবিধি দেখতেই পারেব না। দেখে নিন সেটা কীভাবে করবেন

৫. আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কিনা কীভাবে জানবেন 

আপনি একজনকে বার্তা পাঠাচ্ছেন। কিন্তু সেটা দীর্ঘক্ষণ আনসিন হয়ে পরে। কিংবা ডেলিভারি অপশন দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে সম্ভাবনা থাকে সেই নম্বর থেকে আপনাকে ব্লক করে দেওয়া হয়েছে। সেটা কীভাবে আপনি খুঁজে বের করবেন দেখুন।

৬. কীভাবে নিজেকে অন্যদের থেকে বিছিন্ন রাখবেন অর্থাৎ গোপন রাখবেন লাস্ট সিন অপশন: 

৭. কী করে সরাবেন ব্লু-টিক। অর্থাৎ আপনার গতিবিধি অন্যের থেকে আলাদা কী করে করবেন দেখুন

দেখুন সেই পদ্ধতি কীভাবে করবেন। 

৮. হোয়াটসঅ্যাপে মিডিয়া ফাইলের অটো-ডাউনলোড অপশন কীভাবে বন্ধ করবেন

ফটো, ভিডিও, অডিও ফাইলের অটো ডাউনলোড অপশন বন্ধ কীভাবে করবেন। 

৯. কী করে হোয়াটসঅ্যাপে করবেন ভিডিও কল 

অ্যান্ড্রয়েড বা আই-ফোন থেকে ভিডিও কলের বৈশিষ্ট্য আছে হোয়াটসঅ্যাপে। কীভাবে করবেন সেই কল  

১০.  অ্যান্ড্রয়েড আর আইফোনে কী করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন

হোয়াটসঅ্যাপে কী কথা হল, সেটা রেকর্ড করতে চান? তাহলে দেখে নিন পদ্ধতি

.

১১. কী করে নেবেন ম্যাসেজ ব্যাকআপ 

সারাদিনে হোয়াটসঅ্যাপ জুড়ে কী কথাবার্তা হল, কত জিবি ফাইল এল সেটা অনেক সময় আপনার ফোনের মেমোরি কমিয়ে দেয়।তাই অনেকেই দিনের শেষে ডিলিট করে সেই ফাইল কিংবা বাক্যালাপ। কিন্তু পরে কখনও হঠাৎ করে দরকার পড়তে পারে সেই ডিলিট ফাইল বা ম্যাসেজের। সেই কারণে ব্যাকআপ অপশন রেখেছে হোয়াটসঅ্যাপ। দেখে নিন সেই পদ্ধতি। দেখতে পারেন নীচের এই ভিডিও:  

১২. কী করে ডিলিট ম্যাসেজ ফিরে পাবেন

দেখে নিন সেই পদ্ধতি । 

১৩. ডিলিট ম্যাসেজ দেখবেন কী করে

আপনার হোয়াটসঅ্যাপে ঢুকলে মাঝে মধ্যে দেখতে পারবেন কেউ একজন ম্যাসেজ পাঠিয়ে আবার মুছে দিয়েছে। সেই ম্যাসেজ কী করে দেখবেন।  

১৪. হোয়াটসঅ্যাপকে নিরাপদ রাখতে দুই ধাপে নিশ্চিন্তকরণ দরকার 

নিজের হোয়াটসঅ্যাপকে নিরাপদ রাখতে দুই ধাপের নিশ্চিন্তকরণ আবশ্যিক। হোয়াটসঅ্যাপ থেকেই পাঠানো হয় সেই বার্তা। দেখুন সেই পদ্ধতি। 

১৫. একটা ফোন থেকে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস কী ভাবে রেখা সম্ভব 

দেখুন সেই ভিডিও। .

১৬. কেমন করে হোয়াটসঅ্যাপ স্টেটাস ক্রেডিট, এডিট, ডিলিট, আপডেট করতে হবে  

দেখুন সেই ভিডিও  

১৭. হোয়াটসঅ্যাপ স্টেটাস ভিডিও ডাউনলোডের পদ্ধতি 

দেখুন সেই ভিডিও। 

১৮.কেউ যাতে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করাতে না পারে, কী সেই কৌশল 

কী ভাবে থামাবেন দেখুন সেই ভিডিও। 

১৯. ফিঙ্গারপ্রিন্ট লক আর ফেস আনলক কীভাবে করবেনদি

দেখুন সেই ভিডিও

২০. কীভাবে লুকবেন হোয়াটসঅ্যাপ চ্যাট 

দেখুন সেই ভিডিও। 

২১. হোয়াটসঅ্যাপের ডার্ক মোড কীভাবে সক্রিয় করবেন 

দেখে নিন সেই ভিডিও। 

২২. স্টিকারস কীভাবে ব্যবহার করবেন 

দেখে নিন সেই পদ্ধতি

২৩. হোয়াটসঅ্যাপ বিটা কীভাবে ডাউনলোড করবেন

দেখে নিন সেই পদ্ধতি। আইফোনে কীভাবে ডাউনলোড করবেন দেখে নিন সেই পদ্ধতি। 

২৪. হোয়াটসঅ্যাপ ডেটা কীভাবে ডাউনলোড করবেন 

 দেখে নিন সেই পদ্ধতি। 

২৫. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কী ভাবে ডিলিট করবেন

 দেখে নিন সেই পদ্ধতি।  


মন ভালো করতে হলে প্লে বাটন টিপুন

.