This Article is From Jun 19, 2020

"জীবনকে উদযাপন!" জন্মদিনের ভিডিও পোস্ট করে কেন লিখলেন বিপাশা, দেখুন

২০১৫ সালে এলোন ছবির শ্যুটিংয়ে সম্পর্ক হয় বিপাশা আর করণের। পরের বছর বাঙালি রীতি মেনে বিয়ে করেন এই যুগল। বলিউডের জন্য দিয়েছিলেন গ্র্যান্ড রিসেপশন

পোস্ট করা ভিডিওর একটা ছবিতে এই তারকা দম্পতি। (সৌজন্য: bipashabasu)

হাইলাইটস

  • ৪১তম জন্মদিন মলদ্বীপে উদযাপন করেন বিপাশা বসু আর করণ সিং গ্রোভার
  • পুরনো সেই ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিপাশা
  • "জীবনকে উদযাপন...।" পোস্টের নীচে লেখেন বিপাশা
মুম্বই:

৪১তম (Birthday of Bipasha Basu) জন্মদিন মলদ্বীপে উদযাপন করেন বিপাশা বসু। ছিলেন করণ সিং গ্রোভারও। পুরনো সেই ভিডিও বৃহস্পতিবার ইনস্টাগ্রামে (An old Instgram video) পোস্ট করেন বিপস। সেই ছবিতে করণের সঙ্গে নাচতে দেখা গিয়েছে ওই অভিনেত্রীকে। সোশাল মাধ্যমে ৭ জানুয়ারির সেই ভিডিও পোস্ট করে বিপাশা লেখেন, "জীবনকে উদযাপন। কৃতজ্ঞ এবং খুশি।" তিনি আরও লেখেন, "এই বছর ৭ জানুয়ারি আমার জন্মদিন মলদ্বীপে (Celebration in Maldives)। সুন্দর স্মৃতি আমার ভালবাসা করণের সঙ্গে। আমাদের  কাছে কোনও বিচ ছিল না, সমুদ্র ছিল না, কিন্তু একে ওপরের সঙ্গে ছিলাম। এটাই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত লকডাউনের সময় আমরা এভাবে পরিবারের সঙ্গে উদযাপন করেছি...।" 

দেখুন বিপাশার সেই পোস্ট:

দেখুন করণ সিং গ্রোভারের পোস্ট: 

২০১৫ সালে এলোন ছবির শ্যুটিংয়ে সম্পর্ক হয় বিপাশা আর করণের। পরের বছর বাঙালি রীতি মেনে বিয়ে করেন এই যুগল। বলিউডের জন্য দিয়েছিলেন গ্র্যান্ড রিসেপশন। 

.