হাইলাইটস
- ভয়াবহ জঙ্গি হামলার দুদিনের মাথায় ফের শহিদ হলেন এক সেনা আধিকারিক
- কাশ্মীরের রাজৌরি তে প্রাণ হারান ওই সেনা আধিকারিক
- নওসেরাতে আইইডি আছে খবর পেয়ে তল্লাশি চালাতে যান তিনি
জম্মু: আবার রক্ত ঝরল কাশ্মীরে। ভয়াবহ জঙ্গি হামলার দুদিনের মাথায় ফের শহিদ হলেন এক সেনা আধিকারিক। আইইডি নিষ্ক্রিয় করতে গিয়ে জম্মু কাশ্মীরের রাজৌরি তে প্রাণ হারান ওই সেনা আধিকারিক।
জানা গিয়েছে মৃত আধিকারিক মেজর পদমর্যাদার। রাজৌরি সেক্টরের নওসেরাতে আইইডি আছে খবর পেয়ে তল্লাশি চালাতে যান তিনি । সে সময় তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে মৃত আধিকারিক মেজর পদমর্যাদার। রাজৌরি সেক্টরের নওসেরাতে আইইডি আছে খবর পেয়ে তল্লাশি চালাতে যান তিনি । সে সময় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে সীমান্তের দূরত্ব দেড় কিলো মিটারেরও কম। মাত্র দু'দিন আগেই প্রাণ হারান চল্লিশ জনেরও বেশি সেনা জওয়ান। সেই ঘটনার মাত্র দু'দিনের মধ্যে আবার রক্তাক্ত হল কাশ্মীর।
কাশ্মীরে পুলওয়ামার জঙ্গি হানার প্রতিবাদে পথে নামলেন মমতা
জঙ্গি হানার পর থেকেই দেশ জুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। বিশ্বের অন্য দেশেও তাঁর প্রভাব পড়েছে। ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা বলেছে ভারতের আত্মরক্ষার অধিকার আছে। জঙ্গি হানায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর মার্কিন মুখ্য নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ফোন করে শুক্রবার জানিয়েছেন, ভারতের আত্মরক্ষা অধিকার আছে বলে আমেরিকা মনে করে। পরে এ বিষয়ে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানান মোট দু'বার ডোভালের সঙ্গে তাঁর কথা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের প্রতি তাঁরা যে স্পষ্ট বার্তা দিয়েছেন সেটাও জানান জন। হামলার পর থেকেই আমেরিকা বলে আসছে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান।