পুলিশ সূত্রে খবর, তপসিয়া এলাকার এক কারখানায় রাতের শিফটে কাজ করেন আক্রান্ত ওই যুবক। প্রতিদিনই কাজ সেরে এভাবে হেঁটে পার্ক সার্কাস স্টেশন গিয়ে সেখান থেকে বাড়িয়ে ফেরার ট্রেন ধরেন তিনি। (ছবি প্রতীকী)
হাইলাইটস
- কাজ সেরে বাড়ি ফেরার পথে শুক্রবার সাত সকালে ছিনতাইয়ের কবলে এক যুবক
- তাঁকে বন্দুকের বাট দিয়ে মেরে সঙ্গে থাকা মোবাইল ও মানি ব্যাগ নিয়ে পালায়
- তপসিয়ার এই ঘটনায় আক্রান্ত যুবক স্থানীয় এক হাসপাতালে ভর্তি
কলকাতা: কাজ শেষ করে সকাল সকাল পার্ক সার্কাস যাচ্ছিলেন দেবজ্যোতি কাণ্ডারি। উপলক্ষ্য ট্রেন ধরে দক্ষিণ ২৪ পরগণার বাড়িতে ফেরা। কিন্তু সেই বাড়ি ফেরার আগে ছিনতাইবাজদের (Topsia Robbery) কবলে পড়লেন ওই যুবক। জানা গেছে, তাঁকে বন্দুকের বাট দিয়ে মেরে সঙ্গে থাকা ঘড়ি, মোবাইল ও মানি ব্যাগ ছিনতাই করে পালিয়েছে দুষ্কৃতীরা (Three Miscreants)। পুলিশ সূত্রে খবর, তপসিয়া এলাকার এক কারখানায় রাতের শিফটে কাজ করেন আক্রান্ত ওই যুবক। প্রতিদিনই কাজ সেরে এভাবে হেঁটে পার্ক সার্কাস (Park Circus) স্টেশন গিয়ে সেখান থেকে বাড়িয়ে ফেরার ট্রেন ধরেন তিনি।
তারা আরও জানিয়েছে, লুঠপাটের পর রক্তাক্ত অবস্থায় দেবজ্যোতি ফের কারখানায় ফেরেন। সেখানকার সহকর্মীরা তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। আপাতত স্থিতিশীল ওই যুবক। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)