This Article is From Feb 13, 2019

রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা হলেন রীনা মিত্র, কে তিনি? জেনে নিন

চাকরি জীবনে বহু গুরুত্বপূর্ণ পদ গত প্রায় তিন দশক ধরে সামলাচ্ছেন তিনি। দেশের নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সব খুঁটিনাটি তাঁর নখদর্পণে। সামলেছেন স্পেশাল ডিরেক্টর জেনারেল বা ইনস্পেকটর জেনারেলের মতো মহা দায়িত্বপূর্ণ পদও।

রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা হলেন রীনা মিত্র, কে তিনি? জেনে নিন
কলকাতা:

রাজ্যের নতুন অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা পদে যোগ দিচ্ছেন আইপিএস রীনা মিত্র। এই পদটি সদ্য তৈরি করা হয়েছে। তাই তাঁর কাজের বিস্তৃতি সম্বন্ধেও স্পষ্ট নির্দেশিকা জারি করা হবে। এই মুহূর্তে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদে রয়েছেন সুরজিৎ কর পুরকায়স্থ। তাঁর দায়িত্ব যদিও এই নতুন পদটির ফলে কমছে না। কিন্তু, কে এই রীনা মিত্র? একটু জেনে নেওয়া যাক। ১৯৮৩ ব্যাচের মধ্যপ্রদেশের ক্যাডারের আইপিএস। সম্প্রতি নতুন সিবিআই অধিকর্তা হওয়ার লড়াইতেও ছিলেন। শেষ মুহূর্তে ছিটকে যান। ১৯৫৯ সালের ১ সেপ্টেম্বর আসানসোলের সাংতোরিয়াতে জন্ম হয় তাঁর। কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে স্নাতক হন সাহিত্য নিয়ে। স্নাতকোত্তর করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পরে আবার এম ফিল শেষ করেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে।

হতে পারতেন সিবিআই অধিকর্তা, হলেন বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা

চাকরি জীবনে বহু গুরুত্বপূর্ণ পদ গত প্রায় তিন দশক ধরে সামলাচ্ছেন তিনি। দেশের নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সব খুঁটিনাটি তাঁর নখদর্পণে। সামলেছেন স্পেশাল ডিরেক্টর জেনারেল বা ইনস্পেকটর জেনারেলের মতো মহা দায়িত্বপূর্ণ পদও।

তাঁর কাজের স্বীকৃতি-স্বরূপ পুলিশ পদক পান ১৯৯৯ সালে। পুলিশের দায়িত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সব কাজ করার জন্য রাষ্ট্রপতির দেওয়া পুলিশ পদক গ্রহণ করেন ২০০৮ সালে।

.