কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয় শনিবার
নিউ দিল্লি: লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের পরেই, ওয়ার্কিং কমিটিতে নিজের ইস্তফার ইচ্ছেপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংসদে দলের নেতা বাছতে আজ বৈঠকে বসছে কংগ্রেস সংসদীয় দল। সেখানেই দলের সংসদীয় নেতা বাছা হবে। এই বৈঠক শুধুমাত্র লোকসভা নির্বাচনের পর প্রথম বৈঠকেই নয়, শনিবার ইস্তফার ইচ্ছে প্রকাশের পর এই প্রথমবার দলের নেতাদের সামনে আসছেন রাহুল গান্ধী। এবার লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে ৫২টিতে জিতেছে কংগ্রেস। লোকসভায় বিরোধী দলের পদ পেতে যা আসন প্রয়োজন, তার থেকে তিনটি আসন দূরে রয়েছে কংগ্রেস।
কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকের লাইভ আপডেট দেখুন এখানে:
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, লোকসভায় দলের ৫২জন সাংসদ ছাড়াও উপস্থিত রাজ্যসভার সাংসদরাও
সংসদে দলের নেতা নির্বাচিত করবেন সনিয়া গান্ধী
কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন সনিয়া গান্ধী
সংসদীয় দলের বৈঠকে পৌঁছালেন রাহুল গান্ধী ,সনিয়া গান্ধী
কংগ্রেসের সংসদীয় দলের সভানেত্রী নির্বাচিত করা হবে সনিয়া গান্ধীকে। আজ সকালে বৈঠক করেন কংগ্রেসের নবনির্বাচিত সাংসদরা, এমনটাই খবর দলের সূত্রে। তাঁর নাম প্রস্তাব করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
দেশজুড়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভের পর ইস্তফাপত্র প্রত্যাহার করেন সানিয়া গান্ধী, দলের তিন বিদ্রোহীকে বহিষ্কার করা হয়।
১৯৯৯ এ এই ধরণের সঙ্কট তৈরি হয়েছিলল দলের অন্দরে, তার একমাস আগে দলের সভানেত্রী হয়েছেন সনিয়া গান্ধী।তাঁর বিদেশী জন্মকে ইস্যু করে দল ছাড়েন তিন নেতা, শরদ পাওয়ার, পিএ সাংমা, তারিক আনওয়ার।
সভাপতি পদে ইস্তফার সিদ্ধান্তে অনড় রাহুল গান্ধী, দিল্লিতে দলের নেতাদের সঙ্গে দেখাও করেন নি রাহুল গান্ধী